স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আবু সাঈদের স্ত্রী প্রায় দুই বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। এরপর বিয়ে করেন পার্শ্ববর্তী কাজি বাড়ি গ্রামের ডিবোর্সি নারী নিলা আক্তারকে। সুযোগ বুঝে নিলা আক্তার তার চার মাসের শিশু সন্তান রেখে প্রবাসী স্বামী আবু সাঈদের মোটর সাইকেল, দুই ভরি স্বর্ণালংকার, নগদ ১৩ লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন তার পরকীয়া প্রেমিক রাসেলের সাথে।

রাসেল বাসাইল উপজেলার বাথুলি গ্রামের বাসিন্দা। এ ব্যাপারে আবু সাঈদের মা সালমা বাদী হয়ে কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


জানা গেছে, নিলা আক্তারকে বিয়ের পর আবু সাঈদ জীবিকার তাগিদে আবার প্রবাসে চলে যান। স্বামী প্রবাসের যাওয়ার স্ত্রী নিলা আক্তার রামপুর ভাসানী মার্কেটের সিকদার ভবনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সমস্ত টাকা পয়সা থাকতো নিলার কাছে। সম্প্রতি ওই ফ্ল্যাট থেকে তার পরকীয়া প্রেমিক রাসেলের হাত ধরে কোলের শিশুকে মা মাজেদার কাছে রেখে পালিয়ে গেছেন নিলা।
নিলার মা মাজেদা জানান, ‘আমাদের কোনো সন্তান ছিল না। নিলা আমাদের পালিত সন্তান। এর আগে বিয়ে দিয়েছিলাম, সেখান থেকে চলে এসেছিল। তারপর আবু সাঈদের সাথে বিয়ে দেই। কয়েকদিন আগে ডাক্তারের কাছে যাবে বলে শিশুটিকে আমার কাছে রেখে যায়। তারপর শুনতে পারি, বাথুলীর রাসেলে সাথে চলে গেছে। রাসেলের বাড়িতেও গিয়েছিলাম। তারা বাড়িতে তালা দিয়ে চলে গেছে।’
এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, আইনগত প্রক্রিয়ায় অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available