• ঢাকা
  • |
  • সোমবার ৩রা অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১০:৫৯:০১ (17-Nov-2025)
  • - ৩৩° সে:

সাভার ও ধামরাইয়ে এক ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন

১৭ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৩৭:৫৯

সংবাদ ছবি

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ডুলিভিটার আঞ্চলিক সড়কে ও সাভার উপজেলার বিরুলিয়ায় মীর আক্তার এলাকায় ১৬ নভেম্বর রোববার রাতে এক ঘণ্টার মধ্যে পার্কিং করা দুটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। কারণ পার্কিং করা অবস্থায় আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

Ad

রোববার রাত আনুমানিক ১০টার দিকে ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের কাছে আঞ্চলিক সড়কে পার্কিংয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি এসে ডি-লিংক পরিবহনের পার্কিং করা  বাসের পেছনের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। এরপর মোটরসাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন পানি ও বালু ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট  আগুন নেভায়। অগ্নিসংযোগের কারণে  বাসের ভেতরের অধিকাংশ আসন পুড়ে গেছে।

Ad
Ad

ধামরাই ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. সোহেল রানা জানান, রাত ১০টা ১৫ মিনিটে সংবাদ পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। বাসের ভেতরে পেছন দিক থেকে আগুন লাগানো হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এতে গানপাউডার ব্যবহার করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, পার্ক করা বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে।

এর প্রায় ৪৫ মিনিট পর সাভারের বিরুলিয়া বেড়িবাঁধসংলগ্ন মীর আক্তার এলাকায় অন্য একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসে অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল ওহাব  জানান, রাত সাড়ে আটটার দিকে আলিফ পরিবহনের বাসটি পার্ক করে বাড়িতে খাবার খেতে যান মালিক আমজাদ হোসেন। রাত পৌনে ১১টার দিকে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভান।

গাড়ির মালিক আমজাদ হোসেন বলেন, পুরো বাসটাই পুড়ে গেছে। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সাভার মডেল থানার বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আবদুল ওহাব বলেন, ঋণের টাকায় কেনা বাসটির চালক মালিক নিজেই। রাতে বাসটি রেখে তিনি খাবার খেতে যান। পার্ক করা বাসে কে বা কারা আগুন দিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
আতঙ্ক সৃষ্টির জনক একজনই: সোহেল তাজ
১৭ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩০:৫৩








Follow Us