• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:২৩:০৩ (02-Nov-2025)
  • - ৩৩° সে:

সোনালী ব্যাংকের ৯২ কোটি টাকা আত্মসাতের দায়ে গ্রেফতারি পরোয়ানা

৩০ আগস্ট ২০২৩ সকাল ১১:২১:৩৬

সংবাদ ছবি

খুলনা ব্যুরো: খুলনার সোনালী ব্যাংকের দৌলতপুর শাখা থেকে ৯২ কোটি ৬৩ লাখ ৩১ হাজার টাকা ঋণ নিয়ে আত্মসাতের মামলায় পাট ব্যবসায়ী মেসার্স ইস্টার্ন ট্রেডার্সের স্বত্তাধিকারী সনজিৎ কুমার দাসের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালত।

Ad

২৯ আগস্ট মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ আদেশ দেন। দুর্নীতি দমন কমিশন (দুদক)’র পিপি অ্যাড. খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

Ad
Ad

জানা গেছে, ১৯৯৬-৯৭ সাল থেকে পরবর্তী কয়েক বছরে পাট কেনার জন্য ওই টাকা ঋণ নেওয়া হয়, যা সুদে আসলে বর্তমানে শত কোটি টাকা ছাড়িয়ে গেছে। ২০১৭ সালে ২৬ সেপ্টেম্বর দুদক খুলনার উপসহকারী পরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে অর্থ আত্মসাতের ঘটনায় সনজিৎ কুমার দাসসহ ব্যাংকের ৫ কর্মকর্তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। ২০১৮ সালের ৮ আগস্ট দুদকের ওই কর্মকর্তা আদালতে চার্জশিট প্রদান করেন।

অর্থ আত্মসাতের মামলার সনজিৎ কুমার দাস দীর্ঘদিন উচ্চ আদালতের জামিনে ছিলেন। সুপ্রীম কোর্টের আপিলেট ডিভিশন তাকে নিম্ন আদালতে পাসপোর্ট জমা দিতে নির্দেশ দেন। কিন্তু পাসপোর্ট আদালতে জমা না দেয়ায় র‌্যাব সেটা জব্দ করেছে বলে তিনি আদালতকে জানান। কিন্তু পরবর্তীতে তার পাসপোর্ট র‌্যাব জব্দ করেনি বলে নিশ্চিত হয় দুদক।

একই মামলায় সোনালী ব্যাংকের দৌলতপুর শাখার গোডাউন কিপার মতিয়ার রহমান, সাবেক এজিএম নজরুল ইসলাম, সহকার মহাব্যবস্থাপক মানিক চন্দ্র মন্ডল, সিনিয়র প্রিন্সিপাল অফিসার রুহুল আমীন, অফিসার অজিত কুমার সরকারকে আসামি করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
অবশেষে শাপলা কলিতেই রাজি এনসিপি
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৩:৪৪

সংবাদ ছবি
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:২২:৫২


সংবাদ ছবি
এলপিজি সিলিন্ডারের দাম কমলো ২৬ টাকা
২ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৪২:৪০




সংবাদ ছবি
ফের জামায়াতের আমির ডা. শফিকুর রহমান
২ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫১:০০


Follow Us