• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৫ই কার্তিক ১৪৩২ রাত ১২:১৪:৫০ (21-Oct-2025)
  • - ৩৩° সে:

রেলওয়ে পুলিশের অভিযানে ভুয়া সেনা সদস্য গ্রেফতার

২০ অক্টোবর ২০২৫ রাত ০৯:১৭:১৯

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের অভিযানে চলন্ত ট্রেন থেকে মো. আলমগীর খা (৩৪) নামে এক ভুয়া সেনা সদস্য গ্রেফতার করা হয়েছে। এসময় সেনাবাহিনীর লোগোযুক্ত একটি ব্যাগ, ক্যাপ ও গেঞ্জি উদ্ধার।

২০ অক্টোবর সোমবার ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

অভিযান সূত্রে জানা যায়, ঢাকা হতে কিশোরগঞ্জগামী এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনটি সরারচর রেলওয়ে স্টেশন হতে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে যাওয়ার পথে সেনাবাহিনীর লোগোযুক্ত ক্যাপ ও গেঞ্জি পরিহিত জনৈক যাত্রী মো. আলমগীর খা নিজেকে সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে ট্রেনের অন্যান্য যাত্রীদের এক বগি থেকে অন্য বগিতে যেতে বাধা প্রদান করেন। এতে সাধারণ যাত্রীগণ ক্ষিপ্ত হয়ে ট্রেনের দরজায় ধাক্কাধাক্কি করলে ওই ব্যক্তি যাত্রীদের সাথে ধস্তাধস্তি করেন এবং এক পর্যায়ে যাত্রীদের সেনাবাহিনীর দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করেন।

Ad

অভিযান সূত্রে আরও জানা যায়, পরবর্তীতে ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করে। তার সাথে থাকা সেনাবাহিনীর ব্যাগ, সেনাবাহিনীর লোগোযুক্ত ক্যাপ ও গেঞ্জি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি সেনাবাহিনীর ভুয়া পরিচয় প্রদান করেছেন মর্মে স্বীকার করেন।

উল্লেখ্য, এছাড়াও গ্রেফতার আসামির বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ রেলওয়ে থানায় দণ্ডবিধিতে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
মানিকগঞ্জ সাটুরিয়া বৃদ্ধার মরদেহ উদ্ধার
২০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:১২:৫৪


সংবাদ ছবি
লোহাগড়ায় মহিলা বিষয়ক কর্মকর্তাকে শোকজ
২০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২৯:৫০


Follow Us