স্টাফ রিপোর্টার, সাভার: সাভারের আশুলিয়ায় মাজেদুল ইসলাম (৪৩) নামের এক সাংবাদিকের ওপর দেশীয় অস্ত্রসজ্জিত একদল দুর্বৃত্তের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। ২৭ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে তিনি মোটরসাইকেলযোগে কবিরপুর বটতলা এলাকায় পেশাগত কাজে গেলে স্থানীয় ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে কয়েকজন তার পথরোধ করে। পরে তারা জোরপূর্বক তাকে ওয়ার্কশপের ভেতরে নিয়ে আটকে রাখে।
এসময় সাংবাদিক মাজেদুল ইসলামকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি মেরে গুরুতর জখম করা হয়। আসামি রিপন রামদা দিয়ে তার মাথায় কোপ মারার চেষ্টা করলে তা বাঁ হাত দিয়ে ঠেকালে কোপটি তার ডান হাতের কনুইয়ে লাগে এবং রক্তাক্ত জখম হয়। অপর আসামি সোহাগ হকিস্টিক দিয়ে পিঠে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। অপর আসামি মফিজুল ইসলাম পাটোয়ারী তার গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্ষা করে এবং গুরুতর আহত অবস্থায় ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি তার পত্রিকা কর্তৃপক্ষ ও আত্মীয়স্বজনের পরামর্শে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available