• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ দুপুর ০১:৪৭:০৬ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

মাধবদীতে জলাবদ্ধতা নিরসন ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন

৭ আগস্ট ২০২৫ সকাল ১১:৫৫:৫৮

সংবাদ ছবি

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদীর কবিরাজপুর গ্রামে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা নিরসন ও রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

৬ আগস্ট বুধবার সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের কবিরাজপুর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গ্রামের শত শত নারী, পুরুষ ও শিশু অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কবিরাজপুর একটি কৃষিপ্রধান গ্রাম হওয়া সত্ত্বেও অপরিকল্পিতভাবে কলকারখানা ও বাড়িঘর নির্মাণের ফলে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টি হলেই পুরো গ্রাম পানিতে তলিয়ে যায়, মানুষের বসতঘরে পানি ঢুকে পড়ে এবং রাস্তাঘাট ডুবে থাকায় যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে।

এলাকাবাসী অভিযোগ করেন, জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীরা বিদ্যালয়ে এবং মুসল্লিরা মসজিদে যেতে পারছেন না। গ্রামের প্রধান অর্থকরী ফসল সাগর কলাসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। এছাড়া, পানিবাহিত রোগ ও মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।

বক্তারা আরও বলেন, এই সমস্যা সমাধানে দ্রুত ড্রেনেজ ব্যবস্থা ও রাস্তা সংস্কারের জন্য তারা উপজেলা নির্বাহী অফিসার, নরসিংদী জেলা প্রশাসক এবং সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
পাখির যত্ন কীভাবে নিবেন? রইল কিছু টিপস
২১ আগস্ট ২০২৫ দুপুর ১২:১৮:০৫