• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:০৮:১৩ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

জবি শিবিরের মেরিট অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত সংস্কৃতি অঙ্গনের তিন বিভাগ

৪ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪০:৩৪

সংবাদ ছবি

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা দিতে ছাত্রশিবির ‘কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড’ দিলেও এই সম্মাননার তালিকায় জায়গা হয়নি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি অঙ্গনের তিন বিভাগের কোনো শিক্ষার্থীর।

Ad

বিশ্ববিদ্যালয়ের সংগীত, নাট্যকলা এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের মেধাবী শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড তালিকার বাইরে রাখার অভিযোগে শিক্ষার্থীদের সমালোচনার মুখে পড়েছে সংগঠনটি।

Ad
Ad

গত ২৮ অক্টোবর মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ মাঠে অনুষ্ঠানের আয়োজন করে শাখা ছাত্রশিবির। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের সকল বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া শিক্ষার্থীদের হাতে দেওয়া হয় ‘কবি মতিউর রহমান মল্লিক মেরিট অ্যাওয়ার্ড’। তবে এ তালিকায় সংগীত, নাট্যকলা ও ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের কোনো শিক্ষার্থীর নামই পাওয়া যায়নি বলে জানা যায়।

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, ‘তারা আল্টিমেটলি প্রমাণ করে দিলো যে তারা ভোট ব্যাংকের রাজনীতি করে। ভোট ছাড়া তাদের কোনো লেনাদেনা সাধারণ শিক্ষার্থীদের সাথে নেই। তাদের এই ভণ্ডামির মুখোশ, তাদের এই স্বার্থ চরিত্র এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ পেয়েছে।’

নাট্যকলা বিভাগের শিক্ষার্থী মো. ইমাম হোসেন বলেন, ‘ছাত্রশিবির কাকে বৃত্তি দিবে বা না দিবে সেটা তাদের ব্যক্তিগত ইচ্ছা। কিন্তু পুরো বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ থেকে কলা অনুষদের বিভাগগুলোকে তালিকার অন্তর্ভুক্ত না করাটা নিন্দনীয় এবং তা প্রকাশ্যে বৈষম্য এবং স্বল্পজ্ঞানের প্রকাশ্য প্রমাণ। নাট্যকলা, সংগীত ও ফিল্ম এ্যান্ড টেলিভিশন বিভাগগুলো বিশ্ববিদ্যালয়ের বাহিরের নয়। এসব কাজ করে এসব সাংস্কৃতিক বিভাগগুলো সমাজ থেকে আলাদা করে দেয়ার প্রয়াস মাত্র। অথচ কবি মতিউর রহমান একজন কবি, সংস্কৃতিমনা। যার গজল ও গান সবাই গায়।’

এ বিষয়ে জবি শাখা ছাত্রশিবির সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, ‘আমাদের ওপেন রেজিস্ট্রেশন ছিল। আমরা কাউকে রেজিস্ট্রেশন করার জন্য জোর করিনি। যারা নিজ ইচ্ছায় আসছে আমরা তাদের এওয়ার্ড দেওয়ার চেষ্টা করেছি। আমরা রেজিস্ট্রেশন নেওয়ার জন্য গুগল লিংক দিয়েছিলাম এবং ক্যাম্পাসে ব্যানারও দেয়া হয়েছিল। হয়ত কোনো একটা ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন করেনি। আমাদের টিম এটা খেয়াল করেনি। তবে অধিকাংশ বিভাগের লোকজন আসছে প্রোগ্রামে। এছাড়াও ফিল্ম এন্ড টেলিভিশন থেকে একজন আমাদের প্রোগ্রামে উপস্থিত ছিলেন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১১০১
৪ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৬:১৯


সংবাদ ছবি
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৪:৩৬





Follow Us