ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মার্কেটিং বিভাগের ২০২০–২১ সেশনের শিক্ষার্থী মো. সাব্বির হোসেন সাঈম এবং সাধারণ সম্পাদক হয়েছেন লোক প্রশাসন বিভাগের ২০২১–২২ সেশনের শিক্ষার্থী ইজাজ আহমেদ।

১৬ নভেম্বর রোববার সংগঠনের উপদেষ্টা প্রফেসর ড. মো. শাহীনুজ্জামান, প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল কবির রায়হান, প্রতিষ্ঠাতা সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আবির, সাবেক সভাপতি মো. সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুজ জামান গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।


নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন সাইফুল্লাহ, মো. মারুফ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুহিব্বুল্লাহ নোমান, মুহাম্মদ শরিফুল ইসলাম মজুমদার, নুসরাত ঐশী ও মো. শামিম হোসেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইজাজ আহমেদ বলেন, ‘IUPS এর এই দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমরা জানি ফটোগ্রাফি আজকের বিশ্বে উন্নয়ন, প্রচার ও যোগাযোগের এক গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের লক্ষ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর কাছে পৌঁছানো এবং তাদের সৃজনশীলতা ও দক্ষতার মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়কে আরও উচ্চতায় তুলে ধরা। আমরা আশা করি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের পাশে থাকবে এবং IUPS কে নিজেদের সংগঠন হিসেবে মনে করবে। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে শিক্ষার্থীরা ফটোগ্রাফি, দক্ষতা বৃদ্ধি এবং কমিউনিকেশন ডেভেলপমেন্টের সুযোগ পাবে। এই অঙ্গীকার নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।’
নবনির্বাচিত সভাপতি মো. সাব্বির হোসেন সাঈম বলেন, ‘IUPS এর সভাপতির দায়িত্ব পেয়ে সর্বপ্রথম আমি মহান আল্লাহর কাছে আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের সকল কার্যক্রম ন্যায়, স্বচ্ছতা ও দায়িত্ববোধের সঙ্গে পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের মূল লক্ষ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্যচিত্র ও মিডিয়া সংশ্লিষ্ট গঠনমূলক স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করা। যাতে তারা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের ইতিবাচক চিত্র বিশ্ববাসীর সামনে উপস্থাপন করতে পারে। আমরা সেই লক্ষ্য ও অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available