তিতুমীর কলেজ প্রতিনিধি: রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ব্যানার টানানোকে কেন্দ্রে করে তিতুমীর কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। ২২ নভেম্বর শনিবার রাত সাড়ে ১১টার দিকে কলেজের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, তিতুমীর কলেজের মূল ফটকে অবস্থিত মুক্তিযুদ্ধের প্রতিকৃতির উপর ব্যানার টানায় ছাত্রশিবির। এতে ক্ষুব্ধ হয়ে ছাত্রদল সেই ব্যানারটি ছিড়ে ফেলে। পরবর্তীতে শিবিরের নেতাকর্মীরা পুনরায় ব্যানার টানাতে আসলে ছাত্রদলের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়।


এই ঘটনার ভিডিও ধারণ করায় সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার তাওসিফ মাইমুন ও সদস্যের ওপরও হামলা চালায় ছাত্রদল।
এ বিষয়ে সাংবাদিক তাওসিফ মাইমুন বলেন, সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহের জন্য আমি সাংবাদিক সমিতির কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছিলাম। ঠিক সেই মুহূর্তে ছাত্রদলের নেতা-কর্মীরা হঠাৎ করেই আমার ওপর অতর্কিত হামলা চালায়। এরপর তারা সমিতির অন্যান্য সদস্যদের ওপরও হামলা শুরু করলে তাদের রক্ষা করতে এগিয়ে যাই। তখনই আমার মাথায় লাঠি দিয়ে জোরালো আঘাত করা হয় এবং আমাকে বেধড়ক মারধর করা হয়।
পরে কলেজের ছাত্রী নিবাসের গেটের সামনে থেকে আমাকে টেনে-হিঁচড়ে ক্যাম্পাসের মাঠে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয়। ওই সময় তারা আমার মানিব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available