• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৪ই মাঘ ১৪৩২ সকাল ১১:২৯:২৩ (27-Jan-2026)
  • - ৩৩° সে:

গোবিপ্রবির প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা

২৭ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪২:২৯

গোবিপ্রবির প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Ad

২৬ জানুয়ারি সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

Ad
Ad

প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত মেইন গেটের সামনে এসে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে মুহূর্তেই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে এমন ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার ও ক্যাম্পাসে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজিব বলেন, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আমার ধারণা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতর আতঙ্ক সৃষ্টির জন্য এটা করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবো।

গোপালগঞ্জ জেলার এডিশনাল এসপি সরোয়ার হোসেন বলেন, আমরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলমান। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি দুর্বৃত্তদের শনাক্ত করণের জন্য। পাশাপাশি বিশ্ববিদ্যালয় এরিয়ায় পুলিশ টহল জোরদার করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল ইতালি
২৭ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪৭:২৯



Follow Us