• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১০:৪১:১৬ (08-Dec-2025)
  • - ৩৩° সে:

বিভিন্ন দায়িত্ব থেকে ইবির ৩ বিএনপিপন্থী শিক্ষকের পদত্যাগ

৮ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৪১:১৬

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: বিভিন্ন দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনপিপন্থী ৩ জন সিনিয়র শিক্ষক।

Ad

৭ ডিসেম্বর রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর পৃথক তিনটি পদত্যাগ পত্রে ৬টি দায়িত্ব থেকে পদত্যাগ করেন তারা।

Ad
Ad

জানা যায়, জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন পদত্যাগ করেন ইসলামিক হেরিটেজ ও কালচার সেন্টারের পরিচালক পদ হতে। ইবি সাদা দলের আহ্বায়ক ও লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মতিনুর রহমান 'সেন্টার ফর পলিসি এন্ড গভর্নেন্স স্টাডিজ' -এর পরিচালক, মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের কক্ষ পুর্নবণ্টন উপ-কমিটির আহবায়ক এবং ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন কমিটির আহবায়ক পদ থেকে পদত্যাগ করেন।

এছাড়াও ইবি ইউট্যাবের সভাপতি এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক  ড. মোহা. তোজাম্মেল হোসেন ইবির আইআইইআর গভর্নিং বডির সদস্য এবং ইবির পরিবহন পরিচালক পর্ষদের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেন।

এ বিষয়ে অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো কাজে ভিসি স্যার একটি বিশেষ দলের পরামর্শে কাজ করছেন। দলের স্বার্থে আমরা উক্ত পদগুলোতে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না, এজন্যই এই সিদ্ধান্ত।

অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন বলেন, ‘কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তাই পদত্যাগ করলাম।' তবে তিনি কলা অনুষদের ডিন হিসেবে এখনও দায়িত্ব পালন করছেন।

এছাড়া অধ্যাপক ড. মতিনুর রহমানের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করলেও তাকে পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলতে চান সাকিব
৮ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৩১:০০










Follow Us