নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেনের নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
২০ অক্টোবর সোমবার দুপুরে নজরুল ভাষ্কর্যের সামনে শুরু হওয়া এই মিছিলটি নতুন প্রশাসনিক ভবন, পুরাতন কলা ভবন ও বিজ্ঞান ভবন প্রদক্ষিণ শেষে ‘চির উন্নত মম শির’ স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছাত্রদল নেতা-কর্মীরা জোবায়েদ হত্যার দ্রুত বিচার ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় তাদের, “আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই”, “আমার ভাই কবরে, খুনি কেন বাইরে”, “জোবায়েদ হত্যার বিচার চাই”, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিল শেষে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান বলেন, আমরা ভেবেছিলাম নতুন বাংলাদেশে আর এমন নৃশংসতা দেখব না। কিন্তু একের পর এক ছাত্রদলের নেতা-কর্মীদের হত্যা করা হচ্ছে। জোবায়েদ শুধু ছাত্রদলের কর্মী ছিলেন না, তিনি ছিলেন একজন মেধাবী ও প্রাণবন্ত ছাত্র। আমরা নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এসময় বিক্ষোভ মিছিলে শাখা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হিমেল আহমেদ, মো. মহিউদ্দিন, হাবিবুর রহমান হাবিব, সদস্য মামুন সরকার, ইসরাফিল হোসাইন, খায়রুল বাশার, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available