বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি (বিএসসি ভেট এন্ড অ্যানিম্যাল সায়েন্স) চালুর লক্ষ্যে অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং দিয়ে তা দ্রুত বাস্তবায়নের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা।
২৭ আগস্ট বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনের সড়ক অবরোধ করে অবস্থান করেন তারা। সন্ধ্যা ৭টা থেকে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ছাত্রী হল ও কে আর মার্কেট সংলগ্ন প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সর্বশেষ রাত ১২টায়ও সড়ক অবরোধ করে রাখেন তারা।
অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সাথে কথা বলে জানা যায়, এই আন্দোলনের সুষ্ঠু ও দ্রুত সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ৮ সদস্যের কমিটি গঠন করেছিলো। ওই কমিটি শিক্ষার্থীদের ভোট নিয়েছে, যেখানে কম্বাইন্ড ড্রিগ্রি বিপুল ব্যবধানে জয়ী হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তর ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে কমিটি আলোচনা করেছে এবং আজকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে সার্বিক প্রতিবেদন জমা দিয়েছে এবং সম্ভাব্য সিদ্ধান্ত সুপারিশ করেছে৷ এমতাবস্থায় শিক্ষা কাউন্সিল গঠন এবং সিন্ডিকেট সভা এই দুটি ধাপ বাকী আছে কম্বাইন্ড চালুর ক্ষেত্রে।
ভেটেরিনারি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. আতিকুল ইসলাম বলেন, 'বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকদিন ধরে শিক্ষা কাউন্সিল দ্রুত গঠনের জন্য আহ্বান জানানোর হয়েছে। কিন্তু তারা কেন গড়িমসি করছেন। উপাচার্য আগামী বুধবার পর্যন্ত সময় চান। তবে আমরা চাই, আগামী রোববারের মধ্যে জরুরি শিক্ষা কাউন্সিল গঠন করা হোক এবং কম্বাইন্ড ডিগ্রি যত দ্রুত সম্ভব চালু করা হোক।
এসময় পশুপালন অনুষদের ১ম বর্ষের শিক্ষার্থী নিঝুম বলেন, ‘আজকে ২৯তম দিনের মতো পশুপালন অনুষদে ক্লাস-পরীক্ষা বন্ধ আছে। আমরা অধিকার আদায়ের জন্য এই কর্মসূচি হাতে নিয়েছি। দুটি অনুষদের এতগুলো নারী শিক্ষার্থী এখানে রাস্তায় বসে আছে। প্রশাসনিক ব্যক্তিবর্গ আমাদের দেখতে আসলেও কার্যকর কোনো সিদ্ধান্ত দিতে পারেনি। উপাচার্য যতক্ষণ না এখানে এসে আমাদের দাবির সাথে অর্থাৎ রোববারের মধ্যে শিক্ষা কাউন্সিল গঠনের বিষয়ে কথা দেবেন ততক্ষণ এই কর্মসূচি চলবে।’
পশুপালন অনুষদের ২য় বর্ষের শিক্ষার্থী মিরা বলেন, ‘অধিকার আদায়ের জন্য যতক্ষণ প্রয়োজন আমরা এই সড়কেই থাকব।’
প্রসঙ্গত, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কম্বাইন্ড ডিগ্রি চালুর লক্ষ্যে গত ২৭ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। ৩০ জুলাই থেকে একটানা তালাবদ্ধ রয়েছে অনুষদটি। অন্যদিকে একই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। গত সোমবার থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন তারা। মঙ্গলবার অনুষদের সবকটি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা। এমনকি বুধবার দুপুরে প্রশাসব ভবনেও তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available