• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সকাল ১০:৩২:১৬ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

তারেক রহমানের আগমন ঘিরে কঠোর নিরাপত্তা বেষ্টনীতে বিমানবন্দর

২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ০৮:৪৭:৪৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।

Ad

২৪ ডিসেম্বর বুধবার সন্ধ্যা থেকেই বিমানবন্দর এলাকাকে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়। এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা পরবর্তী ২৪ ঘণ্টা কার্যকর থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Ad
Ad

নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব নিরাপত্তা বিভাগ এভসেকের পাশাপাশি বিমানবাহিনী, সেনাবাহিনী, এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‍্যাব, আনসার ব্যাটালিয়ন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে দায়িত্ব পালন করছে। ইতোমধ্যে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় মোতায়েন করা হয়েছে।

বেবিচক সূত্র জানায়, বুধবার বিকাল থেকেই যাত্রী ব্যতীত অন্যদের বিমানবন্দরের ভেতরে প্রবেশ সীমিত করা হয়েছে। একই সঙ্গে পুরো বিমানবন্দর এলাকায় ড্রোন উড়ানোয় কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পোশাকধারী সদস্যদের পাশাপাশি গোয়েন্দা সংস্থার বিপুলসংখ্যক সদস্য সাদা পোশাকে নজরদারি চালাচ্ছেন।

বিমানবন্দর সূত্র আরও জানায়, তারেক রহমানের অবতরণ থেকে শুরু করে বিমানবন্দর ত্যাগ করা পর্যন্ত অন্তত পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে। বিমানবন্দর গোলচত্বর, বেবিচক সদর দপ্তর, অভ্যন্তরীণ টার্মিনাল এবং আমদানি-রপ্তানি পণ্যের ৯ নম্বর গেটসহ প্রতিটি প্রবেশ ও বহির্গমন পথে কড়াকড়ি আরোপ করা হয়েছে। নির্দিষ্ট এলাকার বাইরে বিমানবন্দরের কর্মীদের চলাচলেও দেওয়া হয়েছে বিধিনিষেধ।

বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ জানান, পরিকল্পনা অনুযায়ী বুধবার সন্ধ্যা থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আগামী ২৪ ঘণ্টা বিমানবন্দর এলাকা বহুস্তরের নিরাপত্তা বলয়ে থাকবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পূর্ণমাত্রায় বলবৎ করা হয়েছে। সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নজরদারিতে রয়েছেন।

তিনি আরও জানান, তারেক রহমান বিমানবন্দরে অবতরণ থেকে শুরু করে বের হওয়া পর্যন্ত কয়েক হাজার নিরাপত্তা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, বিমানবন্দরের ল্যান্ডসাইট এলাকায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে ডগ স্কোয়াড ও কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক টহলে থাকবে।

উল্লেখ্য, ২০০৮ সালে দেশত্যাগের পর এই প্রথম তারেক রহমান দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সম্ভাব্য জনসমাগম ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায়ই এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন
২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০১:৪১



সংবাদ ছবি
পঞ্চগড়ে বিশেষ ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৫১:৪২





Follow Us