ইবি প্রতিনিধি: জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে শহিদদের স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংস্কৃতিক সন্ধ্যা ‘জাগ্রত জুলাই’ আয়োজন করা হয়েছে। ২৪ আগস্ট রোববার সন্ধ্যায় ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোটের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে অনুষ্ঠিত হয়।
এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সসাসের উপদেষ্টা গোলাম জাকারিয়া ও সসাসের নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা ও সাংস্কৃতিক সংগঠনটির চেয়ারম্যান মুহা. মাহমুদুল হাসান সহ দায়িত্বরত নেতৃবৃন্দ।
এতে হামদ-নাত, দ্রোহের গান, দেশের গান, জুলাইয়ের গান, প্যারোডি গান, ফোক গান, আবৃত্তি, ‘জমিদার বাড়ি’ নামক নাটিকা উপস্থাপন ও কাওয়ালী পরিবেশন করা হয়।
সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ৫ আগস্টের পর ফ্যাসিস্ট বিদায় হলেও কালচারাল ফ্যাসিস্ট বিদায় হয়নি। ৫ আগস্টের পরবর্তী যে দাবি তা সুন্দর একটা সমাজ বিনির্মাণ করা। আমরা আশা করছি, তরুণদের নিয়ে সেই কালচারাল আগ্রাসন মোকাবিলা করতে সক্ষম হবো। একট রাষ্ট্রকে তিনটি ক্রাইটেরিয়া পূরণ করা দরকার, আর তা হচ্ছে অর্থনৈতিক শোষণ থেকে, সাংস্কৃতিক গোলামি থেকে এবং রাজনৈতিক নিপীড়ন থেকে জাতিকে মুক্তি করা।
বিশ্ববিদ্যালয়ে ভিসির দায়িত্বে থাকা প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সাধারণ মানুষের ওপর এমন জুলুম নির্যাতন করেছিল, যার পরিণতি ৫ আগস্ট এক কাপড়ে পালিয়ে যেতে বাধ্য হলো। পরবর্তীতে যারাই ফ্যাসিস্ট হবে হাসিনার চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। এখন এক থাকার সময়। জুলাই বিপ্লবের ক্রেডিট ভাগাভাগি না করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available