নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদের বিপরীতে মোট ৬৫৮ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। যার মধ্যে আজ মঙ্গলবার (১৯ আগস্ট) শেষ দিনে এসে ৯৩ জন ফরম সংগ্রহ করেছেন। গতকাল সোমবার পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহকারীর সংখ্যা ছিল ৫৬৫।
ডাকসু নিবার্চানের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আজ বিকেলে তার কার্যালয়ে সাংবাদিকদের কাছে মনোনয়ন ফরম বিক্রির এ তথ্য তুলে ধরেন।
১৯ আগস্ট মঙ্গলবার পর্যন্ত ১০৬টি মনোনয়ন ফরম জমা পড়েছে বলে জানিয়েছেন তিনি। বুধবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন। তারপর জানা যাবে কোন পদে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এদিকে, শেষ দিনে হল সংসদের কতটি ফরম বিক্রি হয়েছে তা জানা যায়নি। গতকাল সোমবার পর্যন্ত হল সংসদ নির্বাচনের জন্য মোট ১২২৬ জন ফরম নিয়েছিলেন।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৫ অগাস্ট। পরদিন প্রকাশ করা হবে প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আর ভোট হবে ৯ সেপ্টেম্বর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available