• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ভাদ্র ১৪৩২ রাত ০৯:৫৯:১৯ (14-Sep-2025)
  • - ৩৩° সে:

ব্যবসা-বাণিজ্য

আইসিসিএলে একটি ইভেন্ট বুকিং করলে অন্যটি ফ্রি!

১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:০০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: গ্রাহকদের জন্য বিশেষ ‘সেপ্টেম্বর অফার’ নিয়ে এসেছে ইভেন্ট ভেন্যু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেড (আইসিসিএল)।

এ মাসের শেষ পর্যন্ত গ্রাহকরা আইসিসিএলে একটি ইভেন্ট বুক করলে অপর একটি ইভেন্টের জন্য ভেন্যু ফ্রিতে উপভোগ করতে পারবেন। বলা চলে, আপনি যদি বিয়ের অনুষ্ঠানের জন্য আইসিসিএল বুক করেন, তাহলে গায়ে হলুদ অনুষ্ঠানটির ক্ষেত্রে ভেন্যু ভাড়া আর লাগবে না।  

এই বিশেষ অফারটি আইসিসিএলের পক্ষ থেকে পরিবার, কর্পোরেট এবং বিভিন্ন কমিউনিটির জন্য অনন্য সুযোগ হিসেবে এসেছে। 
এই অফারটি কেবল ভেন্যু ভাড়ার ওপর প্রযোজ্য; কেটারিং, ডেকোর বা অন্যান্য ইভেন্ট সংক্রান্ত সেবা এই অফারটির আওতাভুক্ত নয়।

এই উদ্যোগটি উন্নত পরিবেশ এবং নিখুঁত সেবার জন্য পরিচিত আইসিসিএলের চমৎকার ভেন্যুতে উৎসব উদযাপনে গ্রাহকদের উৎসাহিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে। ‘এলিগ্যান্ট ভেন্যু, ডেলেক্টেবল ডাইনিং’– এই স্লোগান নিয়ে আইসিসিএল, এক্সিলেন্স ও সেবার এক অনন্য সমন্বয় নিয়ে এসেছে।

এ বিষয়ে আইসিসিএলের সেলস ও মার্কেটিং কনসালট্যান্ট জোশিতা সানজানা রিজভান বলেন, “গ্রাহকদের জন্য আইসিসিএলকে আরও সহজলভ্য করে তুলতে এবং তাদের প্রতি আরও বেশি গুরুত্বারোপ করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।

আমাদের বিশ্বমানের ভেন্যুতে পরিবার, ব্যবসা প্রতিষ্ঠান ও সংস্থাগুলোর জন্য বিশেষ মূল্য উপভোগ করার এ এক অনন্য সুযোগ।”
উন্নত মানের ডাইনিং এবং বিশ্বমানের সুযোগ-সুবিধা সহ আইসিসিএল প্রতিটি গ্রাহকের জন্য অবিস্মরণীয় ইভেন্ট তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই অফারটি পরিবারিক জমায়েত থেকে শুরু করে কর্পোরেট ইভেন্ট পর্যন্ত যে কোনো অনুষ্ঠান শহরের অন্যতম সেরা ভেন্যুতে আয়োজন করার এক সুবর্ণ সুযোগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
দেশের জনগণ নতুন শাসক দেখতে চাই: গোলাম পরোয়ার
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:২৯:২৮


সংবাদ ছবি
রাতের আঁধারে সক্রিয় বুটেক্সে মাদক নেটওয়ার্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৫৮:৪১


সংবাদ ছবি
নারায়ণগঞ্জে ৮ মাসে ৮৫ খুন
১৪ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:৩৫:০০




সংবাদ ছবি
আইসিসিএলে একটি ইভেন্ট বুকিং করলে অন্যটি ফ্রি!
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:০০

সংবাদ ছবি
সেনবাগে ৬ সন্তানের জন্ম দিয়ে এক প্রসূতি
১৪ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৩১