• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০২:৫০:৫৬ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

পাবনায় কৃষকের গম ও সরিষার ক্ষেত নষ্ট করার অভিযোগ

১৩ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:১৪:০১

সংবাদ ছবি

পাবনা প্রতিনিধি: পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মো. নাছিম উদ্দিন নামে এক কৃষকের ফসলী ১ একর ৬৯ শতাংশ জমির গম ও সরিষার ক্ষেতে কীটনাশক ছিটিয়ে নষ্ট করে ফেলেছে প্রতিপক্ষ। 

Ad

১১ ডিসেম্বর বৃহস্পতিবার পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই কৃষক। এর আগে গত ১০ ডিসেম্বর বুধবার ডিসেম্বর রাতে এ ঘটনা ঘটে। মো. নাছিম উদ্দিন গয়েশপুর ইউনিয়নের দক্ষিণ মাছিমপুর গ্রামের আলাউদ্দিন এর ছেলে।

Ad
Ad

থানা সূত্রে জানা যায়, মো. জব্বার খাঁ, মো. শমসের আলী, মো. জামাল খাঁ, মো. আজম খাঁ, মো. ইকরামুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম, মো. রবিউল ইসলাম, রেজাউল ইসলাম, সজীব রায়হান, নাহিদ ইসলাম ও মো. নজরুল ইসলাম-এর সাথে ক্রয়কৃত ফসলী সম্পত্তি নিয়ে বিরোধ ও শত্রুতা চলছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক মো. নাছিম উদ্দিন বলেন, আমাদের জমিতে গম ও সরিষা আবাদ করেছিলাম রাতের আঁধারে আওয়ামী লীগ নেতা ফেসিস্ট প্রবাসী নজরুল বিদেশে থেকে টাকা দিয়ে তার নিজস্ব লোকজন দ্বারা আমাদের গম ও সরিষার ক্ষেতে কীটনাশক ছিটিয়ে নষ্ট করে দিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি এর সঠিক বিচার চাই।

এদিকে সরেজমিনে কৃষি কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে প্রাথমিকভাবে ধারণা করছেন বিষ প্রয়োগ করা হয়েছে। তবে বলছেন, পরীক্ষার পরে বলা যাবে ঘটনা সঠিক কারণ।

এ বিষয়ে অভিযুক্ত মো. নজরুল ইসলাম-এর সাথে মুঠোফোনে বলেন, একজন প্রবাসী কখনো ফেসিস্ট হতে পারে না। যারা বলছেন আমি ফেসিস্ট তারাই দোসর। জমি আমার, এই জমির খাজনা আমি দিয়েছি। আমার সম্মানহানি করার জন্য বিভিন্ন জায়গায় আমার বদনাম করছেন। তারা নিজেরাই বিষ দিয়ে ফসল নষ্ট করে আমার ওপর দোষ দিচ্ছেন। আসলে যে থানায় অভিযোগ করেছে সে এই জমির কেউ না। একটা পক্ষ তাকে ব্যবহার করছে। আমি এ ঘটনার সঠিক তদন্ত দাবি করছি। প্রয়োজনে আমি আমার সকল কাগদয়াদী দেখাবো। তারা তাদের জমির কাগজ দেখাক।  

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us