• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:১২:১৬ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়ি শান্তিনগর গীতা আশ্রমে পালিত হচ্ছে দেবী সরস্বতী পূজা

২৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:০৩:১৪

খাগড়াছড়ি শান্তিনগর গীতা আশ্রমে পালিত হচ্ছে দেবী সরস্বতী পূজা

খাগড়াছড়ি প্রতিনিধি : নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হচ্ছে দেবী সরস্বতীর পূজা। খাগড়াছড়িতে সরস্বতী পূজোকে ঘিরে চোখ ধাধানো আয়োজন! ষোড়শী কলা থীমে দেবী সরস্বতী পূজিত হচ্ছে খাগড়াছড়ি শান্তিনগর গীতা আশ্রমে ।

Ad

দেবী সরস্বতী হিন্দু ধর্মে জ্ঞান, শিক্ষা, সঙ্গীত, শিল্প ও বাক্-এর দেবী যিনি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে (বসন্ত পঞ্চমী) পূজিত হন শ্বেতবস্ত্র পরিহিতা, বীণাপাণি দেবী সরস্বতী জ্ঞান ও পবিত্রতার প্রতীক  ভক্তরা অজ্ঞতার অন্ধকার দূর করে বিদ্যার আলো লাভের জন্য এই আরাধনা করেন।

Ad
Ad

দেবী সরস্বতী আরাধনার বিশেষ দিক হচ্ছে দেবী সরস্বতী পূজায় সাধারণত আমের মুকুল, যবের শিষ, দোয়াত-কলম এবং সরস্বতী পূজা বাসন্তী রঙের গাঁদা ফুল প্রয়োজন হয়। পূজা পদ্ধতিতে সকাল থেকে উপোস থেকে দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার রীতি রয়েছে ।

এই দিন শিক্ষার্থীরা, বিশেষ করে ছোট শিশুরা, লেখালেখির হাতেখড়ি ও জ্ঞান অর্জনের প্রার্থনা করে শুধু শিক্ষা নয়, সঙ্গীত ও শিল্পকলায় পারদর্শিতা এবং কর্মক্ষেত্রে উন্নতির জন্যও দেবী সরস্বতীকে স্মরণ করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা এই দিনে দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে জ্ঞান ও প্রজ্ঞার আলোয় আলোকিত জীবনের জন্য প্রার্থনা করেন।

এ উপলক্ষে জেলার স্কুল ও কলেজসহ বিভিন্ন মণ্ডপে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার সকাল হতে ভক্তরা ভিড় করেন মায়ের অঞ্জলী নিতে। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূজামণ্ডপগুলো। সরস্বতী পূজা উপলক্ষ্যে  কেন্দ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম, খাগড়াছড়ি সরকারি কলেজ, ভূবেনশ্বরী কালি মন্দির, শাল বাগান কালী মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





হেলিকপ্টারে করে মিরপুরে নামল হীরাখচিত ট্রফি
হেলিকপ্টারে করে মিরপুরে নামল হীরাখচিত ট্রফি
২৩ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০৪:২০







Follow Us