খাগড়াছড়ি প্রতিনিধি : নানা আয়োজনে খাগড়াছড়িতে পালিত হচ্ছে দেবী সরস্বতীর পূজা। খাগড়াছড়িতে সরস্বতী পূজোকে ঘিরে চোখ ধাধানো আয়োজন! ষোড়শী কলা থীমে দেবী সরস্বতী পূজিত হচ্ছে খাগড়াছড়ি শান্তিনগর গীতা আশ্রমে ।

দেবী সরস্বতী হিন্দু ধর্মে জ্ঞান, শিক্ষা, সঙ্গীত, শিল্প ও বাক্-এর দেবী যিনি মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে (বসন্ত পঞ্চমী) পূজিত হন শ্বেতবস্ত্র পরিহিতা, বীণাপাণি দেবী সরস্বতী জ্ঞান ও পবিত্রতার প্রতীক ভক্তরা অজ্ঞতার অন্ধকার দূর করে বিদ্যার আলো লাভের জন্য এই আরাধনা করেন।


দেবী সরস্বতী আরাধনার বিশেষ দিক হচ্ছে দেবী সরস্বতী পূজায় সাধারণত আমের মুকুল, যবের শিষ, দোয়াত-কলম এবং সরস্বতী পূজা বাসন্তী রঙের গাঁদা ফুল প্রয়োজন হয়। পূজা পদ্ধতিতে সকাল থেকে উপোস থেকে দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেওয়ার রীতি রয়েছে ।
এই দিন শিক্ষার্থীরা, বিশেষ করে ছোট শিশুরা, লেখালেখির হাতেখড়ি ও জ্ঞান অর্জনের প্রার্থনা করে শুধু শিক্ষা নয়, সঙ্গীত ও শিল্পকলায় পারদর্শিতা এবং কর্মক্ষেত্রে উন্নতির জন্যও দেবী সরস্বতীকে স্মরণ করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা এই দিনে দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে জ্ঞান ও প্রজ্ঞার আলোয় আলোকিত জীবনের জন্য প্রার্থনা করেন।
এ উপলক্ষে জেলার স্কুল ও কলেজসহ বিভিন্ন মণ্ডপে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকাল হতে ভক্তরা ভিড় করেন মায়ের অঞ্জলী নিতে। ঢাক-ঢোল-কাঁসর-শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূজামণ্ডপগুলো। সরস্বতী পূজা উপলক্ষ্যে কেন্দ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির, জগন্নাথ মন্দির, শান্তিনগর গীতা আশ্রম, খাগড়াছড়ি সরকারি কলেজ, ভূবেনশ্বরী কালি মন্দির, শাল বাগান কালী মন্দিরসহ জেলার বিভিন্ন মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জা করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available