• ঢাকা
  • |
  • শুক্রবার ২০শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০৩:৪২:১১ (05-Dec-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে বাস-অটো সংঘর্ষে নারী নিহত, আহত ৩

৪ ডিসেম্বর ২০২৫ সকাল ০৯:৪৬:১২

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে বিআরটিসি বাস ও ব্যাটারিচালিত অটোর সংঘর্ষে এক নারী যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। ৩ ডিসেম্বর বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad

নিহত নারী মর্জিনা খাতুন (৩৫) ওই ইউনিয়নের খোড়াগাছ এলাকার সহিদুল ইসলামের স্ত্রী।

Ad
Ad

পুলিশ ও স্থানীয়রা জানায়, বড়বাড়ী থেকে ফকিরের তকেয়াগামী একটি ব্যাটারি চালিত অটোভ্যান মাঝাপাড়া এলাকায় পৌঁছালে দিনাজপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী বিআরটিসি বাসটি অটোকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোটি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান মর্জিনা খাতুন। আহত তিন যাত্রীকে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, ‘দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান চালানো হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
লক্ষ্মীপুরের রামগঞ্জে ৭ শিক্ষককে শোকজ
৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:১২


Follow Us