• ঢাকা
  • |
  • রবিবার ১৮ই মাঘ ১৪৩২ রাত ১২:১৮:০৫ (01-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লা চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত-১৫

৩১ জানুয়ারী ২০২৬ রাত ১০:২৬:৩২

কুমিল্লা চৌদ্দগ্রামে জামায়াত-বিএনপি সংঘর্ষে আহত-১৫

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনীয় জনসভা শেষে ফেরার পথে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিবির সভাপতিসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

Ad

৩১ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার জগন্নাথ ইউনিয়নের হাটবাইর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

Ad
Ad

আহতদের মধ্যে রয়েছেন, চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ শিবির সভাপতি রিফাত সানি, জামায়াত কর্মী রাসেল, রবিউল হোসেন রকি ও রাসেল। অন্যদিকে উপজেলা বিএনপির সহসভাপতি সোলাইমান চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজান খান, মামুন, নাজমা বেগম ও নার্গিস আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চনবিদ্যালয় মাঠে থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা জনসভা শেষে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। এ সময় হাটবাইর গ্রামে পৌঁছালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজান খান, গাজী ইয়াছিন ও মোবারক চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু. বেলাল হোসাইন বলেন, জনসভা শেষে ফেরার পথে তাঁদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। পাশাপাশি তারা গুলিও করেন। এতে শিবিরের উপজেলা সভাপতি রিফাত সানিসহ চারজন আহত হন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহ আলম রাজু বলেন, চৌদ্দগ্রামে বিএনপি শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। জামায়াত-শিবিরের নেতাকর্মীরাই প্রথমে হামলা চালান। এতে বিএনপির অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনাতেও মামলা করার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত থানা পুলিশের একটি টিম ও সেনাবাহিনীর সদস্যলা ঘটনাস্থলে পৌছেন। বর্তমানে পরিস্থতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত উভয় দলের কেউই কোনো অভিযোগ করেনি। অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

স্বামীকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া
স্বামীকে নিয়ে যা বললেন শবনম ফারিয়া
৩১ জানুয়ারী ২০২৬ রাত ১১:২৫:৪৫








দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
৩১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:১৩



Follow Us