• ঢাকা
  • |
  • শুক্রবার ৩রা মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৬:৫৮ (16-Jan-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে পুলিশের উপর হামলার ঘটনায় প্রধান আসামী জাহাঙ্গীর গ্রেফতার

১৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৫৫:৪৪

গাজীপুরে পুলিশের উপর হামলার ঘটনায়  প্রধান আসামী জাহাঙ্গীর গ্রেফতার

গাজীপুর (উত্তর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপর হামলা, মারধর গাড়ি ভাংচুর আসামি ছিনতাইয়ের ঘটনার প্রধান অভিযুক্ত দুইডজন মামলার আসামি জাহাঙ্গীরকে গ্রেফতার করেছে র‍্যাব।

Ad

১৬ জানুয়ারি শুক্রবার র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাফিজ বিন জামাল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad

গতকাল বৃহস্পতিবার গভীররাতে উপজেলার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব-১ গাজীপুর। গ্রেফতারকৃত মো. জাহাঙ্গীর আলম (২৬) শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের বাসিন্দা।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৩১ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের মাওনা চৌরাস্তা এলাকার পিয়ার আলী ডিগ্রি কলেজের পিছনে মাদকবিরোধী অভিযানে যায় শ্রীপুর থানা পুলিশের একটি টিম। সেখানে মাদক বিক্রির সময় গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীরসহ দুজনকে গ্রেফতার করে পুলিশ।

খবর জানাজানি হলে মুহুর্তে জাহাঙ্গীরের সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালিয়ে পুলিশকে মারধর করে জাহাঙ্গীরকে ছিনিয়ে নেয়। এসময় পুলিশের দুটি গাড়িও ভাংচুর করে। আহত হয় পুলিশের পাঁচ সদস্য। এঘটনায় শ্রীপুর থানা পুলিশের উপপরিদর্শক এসআই অরুণ কুমার বিশ্বাস বাদী হয়ে মামলা দায়ের করেন। ছিনিয়ে নেওয়া আসামি মাদক কারবারি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুই ডজন মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার গভীররাতে শ্রীপুরের আনসার রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, র‍্যাব গ্রেফতারকৃত আসামিকে থানায় হস্তান্তর করেছে।

উল্লেখ্য গত ৩১ ডিসেম্বর রাতে ১০ টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের পিয়ার আলী ডিগ্রি কলেজ এলাকায় মাদক বিরোধী অভিযানে হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া হয় গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে। জাহাঙ্গীরের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি মাদকসহ বিভিন্ন আইনে ২৩টি মামলা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে সেগুন কাঠ জব্দ
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে সেগুন কাঠ জব্দ
১৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩৮:৫০


নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
১৬ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০৪:৩৬




কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২
কুমিল্লায় দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ২
১৬ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০৫:৩৪


Follow Us