নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া সরকারি কলেজের (কেজিসি-৯৬ ফ্রেন্ডস ওয়েলফেয়ার এসোসিয়েশন-এর আয়োজনে “স্কলারশিপ অ্যাওয়ার্ড প্রোগ্রাম ২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

৩ জানুয়ারি শনিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. মো: আবদুল লতিফ।


আমেরিকা প্রবাসী সংগঠনের সভাপতি সাদিক রহমানের অনুপস্থিতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি কাজী এনামুল হক ঝংকার।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে ও ড. শর্মিষ্ঠা হোসেনের প্রাণবন্তভাবে সঞ্চালনায় বক্তব্য রাখেন কুষ্টিয়া সরকারি কলেজের সাবেক বিভাগীয় প্রধান (গনিত বিভাগ) প্রফেসর নিবীড় কান্তি ঘোষ, সাবেক বিভাগীয় প্রধান (প্রাণী বিদ্যা বিভাগ) প্রফেসর মো: আব্দুল খালেক প্রমুখ।
বৃত্তি প্রদান কার্যক্রমের মূল নেতৃত্বে ছিলেন বৃত্তি কমিটির আহ্বায়ক মো. আনোয়ারুল করিম (আমেরিকা প্রবাসী), প্রধান সমন্বয়কারী এমদাদুল হক এমদাদ, সদস্য সচিব ব্যারিস্টার হাবিবুর রহমান (লন্ডন প্রবাসী), বিশিষ্ট ব্যবসায়ী আল্লামা তানভীর শিশির, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক, যুগ্ম সদস্য সচিব রেজিনা রিপা।

বৃত্তি নির্বাচন প্রক্রিয়ায় ইন্টারভিউ বোর্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপক ড. খোরশেদ আলম (বরিশাল বিশ্ববিদ্যালয়), অধ্যাপিকা এলিনা আক্তার রত্না, ড. এসএম রিয়াজুল ইসলাম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুর রহমান ও মো. মিজানুর রহমান মঞ্জু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘এতোদন্চলের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে কুষ্টিয়া সরকারি কলেজ দেশকে অসংখ্য মেধাবী ব্যক্তিত্ব উপহার দিয়েছে। যারা তাদের কর্মে ও মেধায় এই দেশকে সমৃদ্ধ করেছেন। আমাদের এই সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বৃত্তি বিষয়ক কার্যক্রম শুরু করেছে। এতে করে দরিদ্র মেধাবী শিক্ষার্থীরা আরও বেশি অনুপ্রাণিত হবে। শিক্ষা বৃত্তি পেয়ে শিক্ষার্থীদের দায়িত্ব আরও বেড়ে গেল। শিক্ষা জীবন শেষে দরিদ্র অসহায় মানুষের কল্যাণে কাজ করতে হবে বলেও জানানো হয়।
দেশ ও সমাজ গঠনে বন্ধুত্ব, মানবিকতা ও শিক্ষার প্রতি অঙ্গীকারই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে বক্তারা আরও বলেন, যে সমস্ত শিক্ষার্থীরা গরীব ও মেধাবী, যারা অর্থের অভাবে ঠিকমত লেখাপড়া করতে পারে না। তাদের পাশে দাঁড়িয়েছে কুষ্টিয়া সরকারি কলেজের '৯৬ ব্যাচ' ফ্রেন্ডস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
এরআগে ভার্চুয়ালী অনলাইনে বক্তব্যে সংগঠনের সভাপতি আমেরিকা প্রবাসী সংগঠনের সভাপতি সাদিক রহমান বলেন, আজকের এই বৃত্তির মাধ্যমে পিছিয়ে পড়া ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে বিশ্বাস করি। যাতে করে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদেরকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
তিনি আরও বলেন, মানুষ মানুষের জন্য। জীবন জীবনের জন্য। আজকে তোমরা যারা মেধাবী তারা একসময় বড় হয়ে মানুষের মতো মানুষ হবে এবং সবাই ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে এটাই কামনা করি।
প্রসঙ্গত, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ৫০ জন শিক্ষার্থীকে প্রায় চার লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available