মতলবে পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান
মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করেছে মজুমদার ফাউন্ডেশন।১০ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার ঘিলাতলী সামাদিয়া কামিল মাদ্রাসা হলরুমে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সনদপত্র তুলে দেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল বিভাগের চেয়ারম্যান ডা. মাহমুদা আক্তার। অনুষ্ঠানের শুরুতে আমেরিকা থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফারুক হোসেন মজুমদার।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। সভাপতিত্ব করেন বৃত্তি প্রকল্পের সভাপতি ফয়েজুর রহমান মজুমদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান।ফাউন্ডেশন সূত্রে জানা যায়, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১৫১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মোট পাঁচ লক্ষাধিক টাকার বৃত্তি বিতরণ করা হয়। পাশাপাশি কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরও নগদ অর্থ দিয়ে উৎসাহিত করা হয়।এসময় বক্তারা বলেন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহ দিতে মজুমদার ফাউন্ডেশনের এই উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।