সাভার প্রতিনিধি : ঢাকা-১৯ আসন থেকে (সাভার-আশুলিয়া) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দাখিলকৃত ১১ জন প্রার্থীর মনোনয়নপত্রের মধ্যে ৯ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছে ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম।

বাকি দুজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. হারুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল এবং বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মো. কামরুলের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।


৩ জানুয়ারি বিকালে বিষয়গুলো নিশ্চিত করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ঢাকা-১৯ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
মো. সাইফুল ইসলাম বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. রেজাউল করিম ১১ জন প্রার্থীর দাখিলকৃত মনোনয়নপত্রের মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন। বাকি দুজনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মো. হারুনুর রশিদের মনোনয়নপত্র বাতিল এবং বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মো. কামরুলের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
বাতিল ও স্থগিত থাকা দু'জনের মনোনয়ন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন দুই প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদ ফরমের দ্বিতীয় এবং তৃতীয় অংশ পূরন করেননি, এছাড়াও হলফনামা জমা দেননি তিনি। অন্যদিকে বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রদত্ত তালিকা অনুযায়ী বাংলাদেশ মুসলিম লীগের ক্ষেত্রে দলের চেয়ারম্যানের স্বাক্ষর হতে হবে কিন্তু প্রার্থীর মনোনয়নে দলের মহাসচিবের স্বাক্ষর রয়েছে। এই কারনে আপাতত উনার মনোনয়ন স্থগিত রাখা হয়েছে, উনি এটি সমাধান করে দিলে তার মনোনয়নটিও বৈধ হিসাবে গণ্য হবে।
মনোনয়ন স্থগিত রাখা প্রসঙ্গে প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী মো. কামরুল বলেন, আমার নোমিনেশন স্থগিত রাখা হয়েছে, এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই মুহুর্তে নির্বাচন কমিশনে অবস্থান করছেন, আশা করছি খুব শীঘ্রই সমস্যাটির সমাধান হয়ে যাবে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হারুনুর রশিদের প্রতিক্রিয়া ও পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।
যেসব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আফজাল হোসাইন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি মনোনীত প্রার্থী দিলশানা পারুল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ফারুক খান, খেলাফতে মজলিসের প্রার্থী এ, কে, এম এনামুল হক, ন্যাশনাল পিপলস পার্টির ইসরাফিল হোসেন সাভারী, গণঅধিকার পরিষদের প্রার্থী শেখ শওকত হোসেন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মো. বাহাদুর ইসলাম এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available