• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ১২:২৯:৩৫ (25-Nov-2025)
  • - ৩৩° সে:

নলডাঙ্গায় জাল টাকার ছড়াছড়ি, আর্থিক ক্ষতির শিকার জনসাধারণ ও ব্যবসায়ী

২৫ নভেম্বর ২০২৫ সকাল ১১:১৩:০২

সংবাদ ছবি

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গার বাজার গুলোতে সংঘবদ্ধ চক্রের তৎপরতায় ছড়িয়ে পড়ছে জাল টাকা। জাল টাকা লেনদেনে আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন, সাধারণ ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণ।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে দুষ্টচক্র আলো আঁধারিতে এ ধরনের টাকা ধরিয়ে দিচ্ছে। উপজেলার ব্যাংকসমূহে জাল টাকা দ্রুত শনাক্তের মেশিন রয়েছে। কিন্তু ক্ষুদ্র ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা নানা প্রান্তে পণ্য বেচাকেনার সময় দ্রুত লেনদেনে জাল টাকা গ্রহণ করে প্রতারিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

Ad
Ad

নলডাঙ্গা বাজারের ব্যবসায়ী রাশেদ আলম জানান, সম্প্রতি তিনি ৫০০ টাকার জাল নোট পেয়ে আর্থিক ক্ষতির শিকার হয়েছেন।

উপজেলার মাধনগর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী রাকিব হোসেন বলেন, তিনিও ৫০০ টাকা জাল নোট পেয়েছেন। পরে বুঝতে পেরে সেই জাল টাকা ছিঁড়ে ফেলেছেন।

স্থানীয় সচেতন মহল বলছেন, সংঘবদ্ধ চক্র জাল টাকা ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন কৌশলে। কিন্তু সংঘবদ্ধ চক্র বাজারে লেনদেন পর্যায়ে কৌশলে এসব টাকা ছড়িয়ে দেওয়ায় তারা থাকছে ধরাছোঁয়ার বাইরে।

নলডাঙ্গার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, এসব জাল টাকা চক্রের বিষয়ে অনুসন্ধানে জোরদার করা হয়েছে। আশা করা যায় দুর্বৃত্তদের দ্রুতই আইনের আওতায় আনতে পারবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
৩ দিনের কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা
২৫ নভেম্বর ২০২৫ দুপুর ১২:১৬:৩৫

সংবাদ ছবি
নজরকাড়া গ্ল্যামারাস লুকে দিশা পাটানি
২৫ নভেম্বর ২০২৫ সকাল ১১:৫১:৩২

সংবাদ ছবি
সৌদি আরবে প্রথমবারের মতো চালু হলো বার
২৫ নভেম্বর ২০২৫ সকাল ১১:৫০:১৯








Follow Us