• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৩:২১:৫৭ (20-Nov-2025)
  • - ৩৩° সে:

রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের ঘোষণা

২০ নভেম্বর ২০২৫ দুপুর ০২:০৪:৫০

সংবাদ ছবি

রাঙামাটি প্রতিবেদক : বৈষম্য বিরোধীদের তীব্র আন্দোলনের মুখে অবশেষে নিজেদের কঠোর অবস্থান থেকে সরে এসে ২১শে নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া রাঙামাটি জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে রাঙামাটি জেলা পরিষদ কর্তৃপক্ষ।

Ad

২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার তার নিজ কার্যালয়ে বসে এক ভিডিও বার্তায় পরীক্ষা স্থগিতের ঘোষনা দিয়েছেন।

Ad
Ad

বেলা একটার সময় দেওয়া এই ভিডিও বার্তায় পরিষদ চেয়ারম্যান বলেন, সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২৫ পূর্বে কয়েক দফা স্থগিত হওয়ার পর সর্বশেষ ২১/১১/২০২৫ খ্রি. তারিখে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত ছিল এবং সংশ্লিষ্ট সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।

কিন্তু নির্ধারিত তারিখকে কেন্দ্র করে ডাকা হরতাল এবং সম্ভাব্য পরিবহন ও নিরাপত্তাজনিত পরিস্থিতি বিবেচনায়, আইন-শৃঙ্খলা রক্ষা কর্তৃপক্ষসহ অন্যান্য প্রয়োজনীয় সকল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরিষদ পরীক্ষাটি পুনরায় স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

পরীক্ষা স্থগিতের ফলে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের যে অসুবিধা হয়েছে, তার জন্য পরিষদ আন্তরিকভাবে দুঃখ প্রকাশও করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ করছেন কাজল তালুকদার।

এদিকে, এরআগে বহুল বিতর্কিত এই নিয়োগ পরীক্ষা সরকারী সিদ্ধান্তনুসারে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে নেয়ার দাবি জানিয়ে একাধিকবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানকে স্মারকলিপি, গেইটে তালা লাগানোসহ বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী আন্দোলনকারিরা।

কিন্তু জেলা পরিষদ চেয়ারম্যান আন্দোলন কারিদের সাথে অসৌজন্যমূলক আচরণ করে তিনি কোনো মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মানেন না জানিয়ে জেলা পরিষদের নিজস্ব আইনেই তিনি পরিষদের সকল কার্যক্রম চালাবেন বলে আন্দোলনকারিদের স্পষ্ট জানিয়ে দিলে আন্দোলনকারি ক্ষিপ্ত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃহস্পতিবার সকাল থেকে টানা ৩৬ ঘন্টা হরতালের ডাক দেয়।

তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে রাঙামাটির সর্বত্রই হরতালের সমর্থনে রাস্তায় নেমে কঠোরভাবে পিকেটিং করতে থাকে আন্দোলনকারিরা।

এতে করে জনজীবনে চরম দূর্ভোগ নেমে আসে। অপরদিকে এই ধরনের গণআন্দোলনের ফলে জেলা পরিষদের সদস্যদের মাঝেও উৎকন্ঠা ছড়িয়ে পড়ে।

সদস্যদের একটি বড় অংশ জেলা পরিষদ চেয়ারম্যানকে পরীক্ষা পেছানোর পরামর্শ দেন এবং অন্যথায় চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাবনা দেওয়ার সম্ভাবনাও রয়েছে বলে জানায়। এছাড়াও বিভিন্ন সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সার্বিক পরিস্থিতির আরো অবনতি হওয়ার আশঙ্কার বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয় বলে নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করেছে।

সার্বিক পরিস্থিতি অনুধাবণ করে গণদাবির মুখে অবশেষে বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে শুক্রবার ২১শে নভেম্বর অনুষ্টিত হতে যাওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে ভিডিও বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:০৯:০৫

সংবাদ ছবি
এবার ইমরান খানের ৩ বোন আটক
২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:০২:০৭


সংবাদ ছবি
ফেনীতে ট্রেন থেকে পড়ে প্রাণ গেল যুবকের
২০ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৩৩:৫২

সংবাদ ছবি
রামপালে প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা
২০ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৩৩:৫১




সংবাদ ছবি
নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
২০ নভেম্বর ২০২৫ দুপুর ০১:৫২:২৫



Follow Us