• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:১৬:৪৫ (18-Nov-2025)
  • - ৩৩° সে:

মাগুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন

১৮ নভেম্বর ২০২৫ সকাল ১১:৫৮:১৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: মাগুরার মহম্মদপুর উপজেলা গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

Ad

১৭ নভেম্বর সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। 

Ad
Ad

মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল হোসেন মৃধা বলেন, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মহাম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে গ্রামীণ ব্যাংকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজ ও আসবাবপত্র পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

তিনি আরও বলেন, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা না গেলেও তদন্ত চলছে। 

গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন, কে বা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংক অফিসে অগুন দেয়। এতে অফিসে থাকা কিছু কাগজপত্র ও আসববাবপত্র পুড়ে যায়। 

তিনি আরও বলেন, বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পারবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, গ্রামীণ ব্যাংকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে গ্রামীণ ব্যাংকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

তিনি আরও বলেন, তবে কে বা কারা এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। এ ছাড়া ব্যাংকে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনও নিরূপণ করা যায়নি। তদন্ত করে ক্ষয়ক্ষতি পরিমাণ নিরূপণ করা হবে।

ওসি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ভোট চাইলেন অভিনেত্রী জেসিয়া
১৮ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫১:২০


সংবাদ ছবি
আশুলিয়ায় মসলার পিকআপে আগুন
১৮ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৩৭:৫২




সংবাদ ছবি
মাগুরায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন
১৮ নভেম্বর ২০২৫ সকাল ১১:৫৮:১৭



Follow Us