• ঢাকা
  • |
  • সোমবার ৩রা অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১০:৪৬:৪৯ (17-Nov-2025)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে পরিবহনে নাশকতার ঘটনায় ২ মামলা

১৭ নভেম্বর ২০২৫ সকাল ০৯:০৮:০৩

সংবাদ ছবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দু'টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Ad

১৬ নভেম্বর রোববার অজ্ঞাতনামা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।

Ad
Ad

মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, দলীয় স্লোগান ও রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে হামলাকারীরা পরিবহনে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

গত ১৫ নভেম্বর শনিবার ভোরে নাফ পরিবহন নামের একটি মিনিবাস (ঢাকা-মেট্রো-জ-১১-০৩৩৮) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সড়ক ও জনপথ অফিসের সামনে পার্কিং করা অবস্থায় দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

এর আগে, গত ১২ নভেম্বর রাতে দুই যাত্রী নিয়ে জালকুড়ি এলাকায় পৌঁছালে ২০/২৫ জন ব্যক্তি রাস্তা অবরোধ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধুসহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে থাকে। পরবর্তীতে দুষ্কৃতিকারীরা সিএনজিতে (ঢাকা-থ-১১-৯৯২১) পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম বলেন, নাশকতার ঘটনায় পৃথক দু'টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। জড়িতদের শনাক্ত করে দ্রুতই আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
আতঙ্ক সৃষ্টির জনক একজনই: সোহেল তাজ
১৭ নভেম্বর ২০২৫ সকাল ১০:৩০:৫৩







সংবাদ ছবি
পুলিশের ঊর্ধ্বতন আরও ২৩ কর্মকর্তাকে বদলি
১৭ নভেম্বর ২০২৫ সকাল ০৯:২৮:১৫


Follow Us