• ঢাকা
  • |
  • শুক্রবার ৩০শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৫১:৫৩ (14-Nov-2025)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে গভীর রাতে পার্ক করা বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

১৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৬:১৭

সংবাদ ছবি

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া বক্তারপুর এলাকায় পার্ক করে রাখা ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির সব আসন পুড়ে যায়।

Ad

স্থানীয় সূত্রে জানা যায়, খাড়াজোড়া বক্তারপুর এলাকার সমাহার কারখানার পাশে প্রতিদিনের মতো ইতিহাস পরিবহনের বাসগুলো রাতে পার্ক করে রাখা হয়। দিনের নির্ধারিত ট্রিপ শেষে গতকালও বাসটিকে সেখানে রাখা হয়। রাত প্রায় ২টার দিকে দুটি মোটরসাইকেলে চার যুবক এসে বাসে উঠে দ্রুত আগুন ধরিয়ে পালিয়ে যায়।

Ad
Ad

আগুন দেখে আশপাশের লোকজন ছুটে এসে পানি ও বালু ব্যবহার করে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বাসে কেউ না থাকায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।

ইতিহাস পরিবহনের হেলপার মনির হোসেন বলেন, আমি অন্য একটি বাসে ঘুমাচ্ছিলাম। হঠাৎ দেখি দুটি মোটরসাইকেল এসে দাঁড়াল। কিছুক্ষণ পর চারজন যুবক একটি বাসে আগুন লাগিয়ে দ্রুত চলে যায়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইফতেখার রায়হান চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করেন। আগুনে বাসের আসনগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, অগ্নিসংযোগের ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
জয়পুরহাটে কৃষকের জমি থেকে ধান চুরির অভিযোগ
১৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৩০:২৫






সংবাদ ছবি
নড়াইলে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
১৪ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:৩৫:১৯


Follow Us