• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩২ রাত ০২:০০:২৩ (19-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নরসিংদীতে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময়

নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রম ও সার্বিক প্রশাসনিক বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৮ অক্টোবর শনিবার সকাল ১১টায় আলোকবালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনহাজুল আলম। কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন।সভায় বক্তারা আলোকবালী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার আহ্বান জানান। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “আলোকবালীর প্রতিটি উন্নয়নমূলক কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে। আইন-শৃঙ্খলার ক্ষেত্রে কোনো প্রকার অবহেলা সহ্য করা হবে না-এখানে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।”পুলিশ সুপার মিনহাজুল আলম বলেন, জনগণের সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। তিনি স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব নরসিংদী জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি খায়রুল কবির খোকন তিনি আলোকবালীর আইন-শৃঙ্খলা জিরো টলারেন্স ঘোষণা করেন।সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।সভা শেষে এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।