• ঢাকা
  • |
  • শনিবার ৩রা কার্তিক ১৪৩২ সকাল ০৯:৫৩:৩২ (18-Oct-2025)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে তিস্তা রক্ষা আন্দোলন থেকে ফেরার পথে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত

১৭ অক্টোবর ২০২৫ সকাল ১১:৩১:৪৭

সংবাদ ছবি

লালমনিরহাট প্রতিনিধি : তিস্তা নদী রক্ষা আন্দোলনের “মশাল প্রজ্বলন” কর্মসূচি শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন লালমনিরহাট আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল মান্নান সরকার সাবু (৫২)। এসময় তার সঙ্গে থাকা সহকর্মী শামসুল ইসলাম গুরুতর আহত হন।

১৬ অক্টোবর বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মোস্তফি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তিস্তা নদী রক্ষার দাবিতে “জাগো বাহে, তিস্তা বাঁচাও” স্লোগানে আয়োজিত “মশাল প্রজ্বলন” কর্মসূচিতে অংশ নেন শিক্ষক আব্দুল মান্নান সরকার সাবু। কর্মসূচি শেষে সহকর্মী শামসুল ইসলামকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে লালমনিরহাট শহরে ফিরছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা রংপুরগামী একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাথায় গুরুতর আঘাত পেয়ে সাবু মারা যান।

Ad

গুরুতর আহত শামসুল ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিক্ষকের মরদেহ উদ্ধার করে।

নিহত আব্দুল মান্নান সরকার সাবু লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক এবং পরিবারসহ লালমনিরহাট শহরের মদিনাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন।

শিক্ষক সাবুর আকস্মিক মৃত্যুতে লালমনিরহাট জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনের কর্মীরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর নবী বলেন, “দুর্ঘটনা সৃষ্টিকারী ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।”

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
একসঙ্গে এইচএসসি পাস করলেন বাবা-মেয়ে
১৮ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৪৭:৫৯











Follow Us