নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি সাহেব আলীকে গ্রেফতার করেছে র্যাব।
১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে র্যাব-১১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
তিনি জানান, সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাই ৭টি, মাদক মামলা ২টি, নারী ও শিশু নির্যাতন ১টি, সন্ত্রাসবিরোধী ও নাশকতা ৩টি, সরকারি কাজে বাধা ৫টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির ২টি মামলা অন্তর্ভুক্ত।
তিনি আরও জানান, সাহেব আলীকে গ্রেফতারের সময় তার বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available