• ঢাকা
  • |
  • শুক্রবার ১লা কার্তিক ১৪৩২ ভোর ০৫:০০:১১ (17-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নারায়ণগঞ্জে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসী ২০ মামলার আসামি সাহেব আলীকে গ্রেফতার করেছে র‍্যাব।১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১১ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যায় সুনামগঞ্জ থেকে র‍্যাব-১১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।তিনি জানান, সাহেব আলীর বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মোট ২০টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি ও ছিনতাই ৭টি, মাদক মামলা ২টি, নারী ও শিশু নির্যাতন ১টি, সন্ত্রাসবিরোধী ও নাশকতা ৩টি, সরকারি কাজে বাধা ৫টি এবং আইনশৃঙ্খলা বাহিনীর ছদ্মবেশে ডাকাতির ২টি মামলা অন্তর্ভুক্ত।তিনি আরও জানান, সাহেব আলীকে গ্রেফতারের সময় তার বাহিনী আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়।