ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজিরহাটে ভুয়া দাখিলা তৈরি করে দলিল রেজিস্ট্রির অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন।
২৪ সেপ্টেম্বর বুধবার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযোগের সত্যতা পাওয়ার পর এবং অভিযুক্তের স্বীকারোক্তির প্রেক্ষিতে মোর্শেদ নামক এক দলিল লেখককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
এসময় সহকারী কমিশনার ভূমি মো. নজরুল ইসলাম ভুয়া ভূমি সেবার বিরুদ্ধে সতর্ক করে দেন। তিনি বলেন, ভূমি সেবা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই সরকারি নীতিমালা ও নিয়মকানুন অনুসরণ করতে হবে। ভুয়া দাখিলা বা জাল দলিল তৈরি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে দালাল ও অনিয়মকারীদের থেকে সতর্ক থাকার আহবানও জানান তিনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available