খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: চলতি মৌসুমে কুষ্টিয়ার খোকসা উপজেলায় রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া বজায় থাকায় এবার ধানের আশাতীত ফলন হওয়ায় কৃষকের মুখে এখন হাসি। এরই মধ্যে উপজেলায় পুরোদমে ধান কাটা শুরু হয়েছে এবং দ্রুতগতিতে চলছে মাড়াইয়ের কাজ।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় মোট ৬ হাজার ৭৪০ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষাবাদ করা হয়েছে। এর মধ্যে ঊফশী, হাইব্রিড ও স্থানীয় জাতের ধান অন্তর্ভুক্ত রয়েছে।


আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই উপজেলার সব জমির ধান কাটা সম্পন্ন হবে। সরেজমিনে উপজেলার বিভিন্ন হাওর ও ফসলের মাঠে দেখা যায়, ধান কাটা ও মাড়াই করে ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন কৃষান-কৃষাণীরা।
উপজেলার জানিপুর ইউনিয়নের শেখপাড়া বিহাড়িয়া গ্রামের কৃষক মো. খায়রুল ইসলাম বলেন, এবার ধানের গাছ খুব পুষ্ট হয়েছে এবং পোকা-মাকড়ের আক্রমণও কম ছিল। তিনি উল্লেখ করেন, গত কয়েক বছরের মধ্যে এবার ভালো ফলন হয়েছে এবং ন্যায্য দাম পেলে তারা লাভবান হবেন।
শিমুলিয়া ইউনিয়নের বিলজানি গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, অন্যান্য বছরের তুলনায় এ বছর ফলন ভালো হয়েছে এবং বিঘা প্রতি ১৯ থেকে ২০ মণ ধান পাওয়া যাচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল নোমান, এই বাম্পার ফলনের কারণ হিসাবে এশিয়ান টিভিকে জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। শুরু থেকেই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের উচ্চ ফলনশীল ধানের জাত নির্বাচন, সঠিক রোপণ প্রক্রিয়া, সময়মতো জমিতে সার ও কীটনাশক দেওয়াসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ও সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সমন্বিত প্রচেষ্টার ফলেই এই ভালো ফলন সম্ভব হয়েছে, যা উপজেলার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available