• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩২ ভোর ০৫:৪৮:৪৯ (02-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই আষাঢ় ১৪৩২ ভোর ০৫:৪৮:৪৯ (02-Jul-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

৭.৩ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

২৫ এপ্রিল ২০২৩ সকাল ১১:১৮:৫৩

৭.৩ মাত্রার ভূমিকম্প ইন্দোনেশিয়ায়

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিমে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প মঙ্গলবার আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিষয়ক সংস্থা (বিএমকেজি) এই তথ্য জানিয়েছে।
 
ভূমধ্যসাগরীয় ভূমিকম্পবিষয়ক কেন্দ্র (ইএমএসসি) এর আগে অনুমানে জানিয়েছিল, ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৯।  

ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎসস্থল ৮৪ কিলোমিটার গভীরে। এই ভূমিকম্পের ফলে প্রাথমিক একটি সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বিএমকেজি স্থানীয় কর্তৃপক্ষকে বলেছে, তারা যাতে ভূমিকম্প আঘাত হানা এলাকার বাসিন্দাদের বলে সাগরের তীর থেকে দূরে থাকতে।  

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা বলেছে, এপিসেন্টারের সবচেয়ে নিকটবর্তী দ্বীপ থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে।  

পশ্চিম সুমাত্রা রাজধানী প্যাডাংয়ে বেশ শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়েছে। কিছু লোকজন সাগরের তীর থেকে দূরে সরে যায়।  

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেন, এখানে কম্পন কিছুটা শক্তিশালী ছিল। এখনো ক্ষয়ক্ষতি দেখা যায়নি।  

প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




একদিনে আরও ৩৮৬ জনের ডেঙ্গু শনাক্ত
১ জুলাই ২০২৫ রাত ০৮:০৩:২৫





কেরানীগঞ্জে মাদক কারবারি আটক ২
১ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪১:৩৬