• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:২৬:০৯ (27-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৪ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:২৬:০৯ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

৬ জুলাই ২০২৩ সকাল ১১:০৯:২৮

কালাইয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ উদ্বোধন করা হয়েছে।

৫ জুলাই বুধবার বিকেল ৪টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় জিন্দারপুর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম উদয়পুর ইউনিয়ন ফুটবল একাদশ অংশ নেয়। এতে টাইব্রেকারে জিন্দারপুর ইউনিয়ন ফুটবল একাদশ ৫-৪ গোলে পরাজিত করে উদয়পুর ফুটবল একাদশকে। এ সময় খেলোয়ারদের নৈপুণ্যময় ফুটবল খেলা প্রদর্শনে মুগ্ধ হন শতশত ক্রীড়াপ্রেমী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সভাপতি এবং কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে উপজেলা আইসিটি টেকনিশিয়ান এস এম তারেকুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি উপস্থিত খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, শুধু উপজেলা ভিত্তিক খেলায় নিজেদের সীমাবদ্ধ রাখলে হবে না। এখানে ভালো খেলে জেলা পর্যায়ে, তারপর বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে যেতে হবে। তোমাদের মাঝে থেকেই ভবিষ্যতে মেসি, নেইমারের মতো খেলোয়ার গড়ে উঠবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, একাডেমিক মাধ্যমিক অফিসার তানজিমুল হাসান, জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী আল-আমিন, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, আওড়াঁ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান খাঁন, উপজেলা ক্রিয়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনি তালুকদার প্রমুখ ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রংপুর মেডিকেলে ১৫ দিনে ৩৩৭ জনের মৃত্যু
২৭ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:০১:৪৬






এনায়েতপুরে যুবলীগের সুপেয় পানি বিতরণ
২৭ এপ্রিল ২০২৪ বিকাল ০৩:০৪:১৩