• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৪:৪৪:১৬ (24-Jun-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই আষাঢ় ১৪৩২ বিকাল ০৪:৪৪:১৬ (24-Jun-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

একমাত্র ছেলের হাতে নির্যাতনের শিকার হয়ে বাড়িছাড়া বৃদ্ধ বাবা-মা

৩১ মে ২০২৫ সকাল ১১:০৯:৩৮

একমাত্র ছেলের হাতে নির্যাতনের শিকার হয়ে বাড়িছাড়া বৃদ্ধ বাবা-মা

রংপুর ব্যুরো: নীলফামারীর ডোমারে ছেলের হাতে নির্যাতনের শিকার অসহায় জীবনযাপন করছেন বাবা-মা। মারধর করে ঘর থেকে বের করে দিয়ে তালা মেরে দেয়ায় খোলা আকাশের নিচে বসবাস করছেন ওই বৃদ্ধ বাবা-মা।

ঘটনাটি ঘটেছে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৌজা পাঙ্গা আলের দিঘি নামক এলাকায়। জানা যায়, উক্ত এলাকার মৃত মজিবর রহমানের ছেলে লুৎফর রহমান (৭০) এবং রানী বেগম বুলবুলি (৬৫) দাম্পত্তির এক মাত্র ছেলে বুলবুল ইসলাম এমন নেক্কারজনক ঘটনাটি ঘটিয়েছেন।

২৯ মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বুলবুলের সাথে তার বাবা-মায়ের পারিবারিক বিষয়ে দ্বন্দ্ব হয়। এরই জের ধরে বুলবুল তার বৃদ্ধ বাবা লুৎফর রহমান ও তার মা রানী বেগম বুলবুলিকে বেধরক মারধর করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ করেন তার পিতা। এ সময় বাড়িতে তালা দিয়ে বুলবুল ও তার স্ত্রী বাইরে চলে যায়।

এর পর থেকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে বৃদ্ধ বাবা-মা সারাদিন বাড়ির বাইরে খোলা আকাশের নিচে অবস্থান করেন।

ঘটনাস্থল আলের দিঘি সপ্রাবি’র প্রধান শিক্ষক আফরোজুল আলম মো. ইয়ামিন কবির, সহকারী শিক্ষক আবু সাঈদ এবং সাবেক ইউপি সদস্য সাইদুল ইসলামসহ এলাকার গণ্যমান্যব্যাক্তিগণ বুলবুলকে বাবরবার বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

অভিযুক্ত বুলবুল জানান, আমার বাবা তার দুই মেয়েকে গোপনে ৯ শতক জমি লিখে দেয়। সেই জমি ফিরত না দেয়া পর্যন্ত তাদের বাড়িতে প্রবেশ করতে দেবো না।

অসহায় পিতা লুৎফর রহমান জানান, গতবছর আমার একমাত্র ছেলে বুলবুলকে বাড়ি ভিটাসহ ৩ বিঘা জমি লিখে দেই। বাড়ির পাশে রাখা ৯ শতক জমি আমার ২ মেয়েকে লিখে দেয়ার কারণে আমার ছেলে ও ছেলের বৌ আমাদের মারধর করে বাড়ি থেকে বের করে দিয়ে তালা মেরে দিয়েছে। এখন আমরা বাড়ির বাইরে খোলা আকাশের নিচে বসবাস করছি।

ছেলের মারধরের আঘাতে বৃদ্ধ দম্পত্তি অসুস্থ হয়ে পড়লে তার মেয়ে জামাই এবং ইউপি সদস্য রাত ৯টার দিকে চিকিৎসার জন্য ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নিখোঁজ জেলে আল আমিনের মরদেহ উদ্ধার
২৪ জুন ২০২৫ বিকাল ০৩:৫৯:৪৬


যমুনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
২৪ জুন ২০২৫ বিকাল ০৩:০৭:০৯