• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ সন্ধ্যা ০৬:১১:১২ (28-Mar-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ সন্ধ্যা ০৬:১১:১২ (28-Mar-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

শিশু ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ছাত্র কারাগারে

২৪ মে ২০২৩ বিকাল ০৩:০৬:১০

শিশু ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ছাত্র কারাগারে

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার দেবিদ্বারে মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত মো. মহিউদ্দিন (২১) ভূষণা গ্রামের মো. নজরুল ইসলামের পুত্র। তিনি রাজধানীর সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র।

২৩মে মঙ্গলবার গ্রেফতার ছাত্রকে কুমিল্লা ৪নং আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টায় নিজ বাড়ির পুকুরপাড়ের নির্জণ জায়গায় ওই শিশুকে ধর্ষণ করে মো. মহিউদ্দিন। ধর্ষণের পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার মাকে ঘটনাটি জানালে স্থানীয়দের সহযোগিতায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। পুলিশ সংবাদ পেয়ে রোবার ভিকটিমসহ তার পরিবারের লোকদের থানায় ডেকে নেয়। পরে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মহিউদ্দিনকে একমাত্র আসামি করে মামলা দায়ের করেন।

মামলার পর ২২ মে সোমবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন কর হয়। কুমিল্লার ৪নং ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালতের বিচারক মো. ওমর ফারুক ২২ ধারায় ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেন।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে অভিযুক্ত মো. মহিউদ্দিনকে আটক করে। মঙ্গলবার কুমিল্লা ৪নং ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। ওই আদালতের ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক অভিযুক্তকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এ ব্যাপারে দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. খাদেমুল বাহার বিন আবেদ বলেন, ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত মহিউদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঈশ্বরদীতে কোকেনসহ ৩ মাদক কারবারি আটক
২৮ মার্চ ২০২৪ বিকাল ০৫:৪০:৩৬





মানিকগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
২৮ মার্চ ২০২৪ বিকাল ০৪:১৫:৩৩