• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৪৯:১৩ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০১:৪৯:১৩ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

অপরাধ

নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

২১ নভেম্বর ২০২৪ দুপুর ১২:৩২:২৩

নারায়ণগঞ্জে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির জবাইকৃত মরাদেহ উদ্ধার করা হয়েছে।

২১ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলার সিদ্ধিরগঞ্জের জালকুড়ি খিলপাড়া বৌ-মারা খামার সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এই রিপোর্ট লেখার সময় সকাল সাড়ে ৯টা পর্যন্ত মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে উপুর হয়ে পড়ে থাকা অবস্থায় রক্তাক্ত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানাকে অবহিত করলে সকাল সোয়া ৯টায় পুলিশ ঘটনাস্থলে আসে।

এদিকে স্থানীয়রা জানান, মরদেহটি কোনো ইজিবাইক চালকের হতে পারে। রাতের কোনো এক সময় হয়তো ইজিবাইক ছিনতাই করে তাকে হত্যা করে থাকতে পারে দুর্বত্তরা। নিহত ব্যক্তির কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল পাওয়া গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক মঞ্জুরুল জানান, আমরা স্থানীয়দের মাধ্যমে মরদেহ খবর পেয়ে ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল প্রস্তুত করছি। বিস্তারিত পরে বলা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৬:৩৬