জগন্নাথ বিশ্ববিদ্যালয়
অমৃত রায়, জবি প্রতিনিধি: গুচ্ছ থেকে বের হয়ে একক ভর্তি পরীক্ষার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরীক্ষা কমিটি গঠন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ৬ এপ্রিল বৃহস্পতিবার ৬৫তম বিশেষ একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেয়া হয়।
২০২২-২৩ শিক্ষাবর্ষ থেকে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষার জন্য কেন্দ্রীয় কমিটিসহ তিনটি ইউনিট কমিটিও গঠন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান। তিনি বলেন, ‘গুচ্ছ থেকে বেরিয়ে জবিতে ভর্তি কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটিতে থাকছেন ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার এবং সব ডিন। ইউনিটভিত্তিক কমিটিতে আছেন- একজন ডিন ও বিভাগগুলোর চেয়ারম্যান।’
এ বিষয়ে আরও জানা যায়, খুব শীঘ্রই ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিশেষ একাডেমিক কাউন্সিলে ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল কাদের গুচ্ছে এককভাবে থাকার কথা বলেছিলেন। কিন্তু, সকল শিক্ষকদের তোপের মুখে তার কথা টিকেনি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2023, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available