• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৩৪:০২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৩৪:০২ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

গাজীপুরে সরকারি কালভার্ট বন্ধ: পানিবন্দি শতাধিক পরিবার

১৭ আগস্ট ২০২৩ দুপুর ১২:২৫:৫১

গাজীপুরে সরকারি কালভার্ট বন্ধ: পানিবন্দি শতাধিক পরিবার

আরিফ খান আবির, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে সরকারি কালভার্টের মুখে সরকারি জমি দখল করে দেওয়াল নির্মাণ করায় পানিবন্দি হয়ে পড়েছে একটি গ্রামের প্রায় শতাধিক পরিবার। সম্প্রতি এই কৃত্রিম জলাশয়ের পানিতে ডুবে সাজিম নামে এক শিশু মারা গেছে।

এ ঘটনায় ফুসে উঠেছে উপজেলার সাইটালিয়া গ্রামের মানুষ। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে সমাধানের আশ্বাস দিয়েছেন।

এতেও কাজ না হওয়ায় বিচারের দাবিতে ১৫ আগস্ট মঙ্গলবার দুপুরে জৈনাবাজার শ্রীপুর আঞ্চলিক সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন গ্রামবাসী।

মানববন্ধনে তারা অভিযোগ করেন, স্থানীয় ইলেকট্রস পলুস এন্ড ট্রাকচার লিমিটেড নামে একটি পিলার তৈরির কারখানা সরকারি জমি দখল করে কালভার্টের মুখে দেওয়াল নির্মাণ করেছে। ফলে উজানে প্রায় অর্ধশত বিগা ধানের জমি পানির নিচে তলিয়ে গেছে। শতাধিক পরিবার হয়েছে পানিবন্দি। প্রশাসনের আশ্বাসেও কারখানা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেয়ায় দ্রুত এর প্রতিকার দাবি করেন গ্রামবাসী।

ইলেকট্রস পলুস এন্ড ট্রাকচার লিমিটেড ব্যবস্থাপক (উৎপাদন) মিজানুর রহমান রানা বলেন, স্থানীয় গ্রামবাসীর সমস্যা খুব দ্রুত সামাধান করা হবে। পাশাপাশি সরকারি খাস জমি দখলের বিষয়ে কিছু জানেন না বলেও জানান তিনি।

শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, স্থানীয়দের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে জলাবদ্ধতা নিসরনে কাজ শুরু করেছে প্রশাসন। সরকারি খাস জমি যদি কারখানা দখল করে থাকে তাহলে সেটাও উদ্ধার করবেন তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ