শ্রীপুরে দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী, স্বাস্থ্যঝুঁকিতে জনজীবন
গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে তোলা হয়েছে বিশাল এক ময়লার ভাগাড়। গুরুত্বপূর্ণ এই মহাসড়কের ওপর ময়লা ফেলে পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে একটি চক্র নিজেদের ফায়দা লুটছে বলে অভিযোগ উঠেছে। এর ফলে এলাকার শিল্প কারখানার লাখো শ্রমিক ও সাধারণ পথচারীদের যাতায়াত দুর্বিষহ হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায়, দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে পরিচিত জৈনা বাজার এলাকার বেশ কয়েকটি বড় বড় শিল্প কারখানার পাশেই এই ময়লার স্তূপ। প্রতিদিন কয়েক লাখ শ্রমিক এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। মহাসড়কের পাশে উন্মুক্ত স্থানে ময়লা ফেলায় পচা দুর্গন্ধে বাতাস ভারী হয়ে উঠছে। নাক চেপে ধরে পথ চলতে হচ্ছে পথচারীদের। বিশেষ করে কারখানা শ্রমিকরা দীর্ঘ সময় এই দুর্গন্ধ সহ্য করতে গিয়ে শ্বাসকষ্টসহ বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, নিয়ম-নীতির তোয়াক্কা না করে স্থানীয় প্রভাবশালী দুই ব্যক্তি—আরিফ ও কামরুল—এই ময়লা বাণিজ্যের নেপথ্যে রয়েছেন। তারা বিভিন্ন বাসা-বাড়ি ও প্রতিষ্ঠান থেকে ময়লা সংগ্রহ করে নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশনে না ফেলে সরাসরি মহাসড়কের পাশে ফেলছেন। এলাকাবাসীর দাবি, বর্জ্য ব্যবস্থাপনার নামে মহাসড়কের জায়গা দখল করে তারা নিজেদের পকেট ভারী করছেন এবং পরিবেশের চরম বিপর্যয় ঘটাচ্ছেন।ক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা অনতিবিলম্বে এই অবৈধ ময়লার ভাগাড় অপসারণের দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অতি দ্রুত এই বর্জ্য বাণিজ্য বন্ধ না করলে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই শিল্পাঞ্চল স্বাস্থ্যঝুঁকির একটি নরককুণ্ডে পরিণত হবে।