• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০৩:০৫:৫৫ (15-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে আশ্বিন ১৪৩১ রাত ০৩:০৫:৫৫ (15-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাসাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

২৫ জুলাই ২০২৩ রাত ০৮:৪২:৪০

বাসাইলে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইলে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিলো র‌্যালি, আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরন।

২৫ জুলাই মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারি, মৎস্যচাষি, মৎস্যজীবী ও সাংবাদিকদের সমন্বয়ে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আরিফুন্নাহার রিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম। পরে তিনি উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরন করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল ইসলাম, বাসাইল থানার ওসি (তদন্ত) আবু হানিফ সরকার, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান (আপেল), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মশিউর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে, বাসাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেলসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারি, মৎস্যচাষি, মৎস্যজীবী, সাংবাদিকবৃন্দ ।

পরে মৎস্য চাষে প্রশংসনীয় ভূমিকা রাখায় উপজেলার ৩ জন মৎস্য চাষীকে পুরস্কার প্রদান করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন
১৪ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৪৮:২৩