• ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:১২:৪৯ (20-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ সন্ধ্যা ০৭:১২:৪৯ (20-May-2024)
  • - ৩৩° সে:

নবাবগঞ্জে মৎস্য সপ্তাহে শ্রেষ্ঠ চাষীদের মাঝে পুরস্কার বিতরণ

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ  এই স্লোগানে রাজধানী ঢাকার নবাবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে নানা কর্মসূচির উদ্যোগ নিয়েছে উপজেলা মৎস্য অধিদফতর।২৫ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভা শেষে শ্রেষ্ঠ ৩ জন মৎস্য চাষীকে সম্মাননা স্মারক ও পুরস্কার দেয়া হয়। এরমধ্যে রয়েছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত খামারী অনুপম দত্ত নিপু। মাছ চাষে সফলতা অর্জন করায় অনুপম দত্ত নিপুকে শ্রেষ্ঠ মৎস্য চাষী হিসেবে মনোনীত করে পুরস্কার তুলে দেয়া হয়। একইসাথে ১ জন হ্যাচারী মালিক ও ২ জন শ্রেষ্ঠ মৎস্য নার্সারিকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। পরে, উপজেলা পুকুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।মৎস্য সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসির সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আঃ হালিম, সমবায় কর্মকর্তা রওশনআরাসহ অনেকেই। এ সময় বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ, আরতদার, মৎস্য ব্যবসায়ী, খামারী, জেলেসহ বিভিন্ন পর্যায়ের মানুষ উপস্থিত ছিলেন।মৎস্য সপ্তাহ চলবে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। এ ১ সপ্তাহব্যাপী নবাবগঞ্জ উপজেলা মৎস্য দফতর থেকে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়া হয়েছে। এর মধ্যে মাঠ পর্যায়ে মৎস্য চাষীদের প্রান্তিক সেবা পৌঁছে দিতে ১৪ টি ইউনিয়নে এ দফতর থেকে বিশেষ টিম কাজ করছে।