• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ রাত ১০:৪০:৩৪ (19-Jul-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা শ্রাবণ ১৪৩২ রাত ১০:৪০:৩৪ (19-Jul-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলার বিচারের দাবি

১৯ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৩৭:৩৯

নরসিংদীতে সাংবাদিকের ওপর হামলার বিচারের দাবি

সাজেদুল হক প্রান্ত নরসিংদী: নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

১৯ জুলাই শনিবার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ। তারা লেখনীর মাধ্যমে সমাজের দুর্নীতি ও অনিয়ম তোলে ধরেন। যার কারণে সাংবাদিকদের ক্ষমতাবানদের চক্ষু স্থূলে পরিণত হতে হয়। আকরাম হোসেন একজন সাহসী সাংবাদিক। তিনি দেশ টিভির মাধ্যমে নরসিংদীর রাঘব বোয়ালদের অনিয়ম ও দুর্নীতি তুলে ধরেছেন। যার কারণে অনেকে তার উপর ক্ষিপ্ত ছিলেন। এরই প্রেক্ষিতে প্রাণনাশের উদ্দেশ্যে আকরাম ও তার পরিবারের উপর হামলা চালানো হয়। এতে অল্পের জন্য সে রক্ষা পায়। 

এঘটনায় সিসি টিভি ফুটেজের মাধ্যমে দুইজনকে গ্রেফতার করলেও তারা জামিন নিয়ে বের হয়ে এসেছে। পুলিশ এখনও ঘটনার মূল হোতাকে চিহ্নিত করতে পারছেন না। যার কারণে আকরাম এখনও হুমকির মুখে রয়েছে। আমরা অবিলম্বে মূলহোতাকে আইনের আওতায় ও সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক শাহাদাৎ হোসেন রাজু, তৌকির আহমেদ, ফাহিমা খানম, আশিকুর রহমান, মোস্তাক আহমেদ, শরিফ ইকবাল রাসেল, শামীম মিয়া, তৌহিদুর রহমান মিঠু, হৃদয় খান, এনামুল হক রানা, সুজন বর্মণ, আমিনুর রহমান সাদি প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রযোজনায় এহসানুল হক বাবুর পথচলা
১৯ জুলাই ২০২৫ রাত ০৮:৫৫:২৭



শ্রীপুরে পৌর বিএনপি কর্মী সমাবেশ
১৯ জুলাই ২০২৫ রাত ০৮:২৭:২৯


নারায়ণগঞ্জে ডেঙ্গুতে আক্রান্ত ৩ জন
১৯ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:১২:২০