• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৪৯:৩৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:৪৯:৩৮ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জেলা পুলিশের উচ্ছেদ অভিযান

১২ মার্চ ২০২৫ সকাল ১০:৫১:৩৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জেলা পুলিশের উচ্ছেদ অভিযান

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফুটপাত দখল করে বসানো অবৈধ বাজার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে গাজীপুর জেলা পুলিশ।  

১১ মার্চ মঙ্গলবার বিকেল ৫টার দিকে পল্লী বিদ্যুৎ ও এপেক্স ফুটওয়্যার সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর জেলা পুলিশের একটি বিশেষ টিম। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে অবৈধভাবে বাজার বসানোর কারণে সাধারণ পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বার বার অভিযোগের প্রেক্ষিতে জেলা পুলিশ এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে অবৈধভাবে স্থাপিত দোকানপাট ও কাঠামো উচ্ছেদ করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেক দোকানি দ্রুত তাদের মালামাল সরিয়ে নেয়।

অভিযানে অংশ নেওয়া এক পুলিশ কর্মকর্তা জানান, ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশের অভিযানের পর কিছু সময়ের জন্য ফুটপাত দখলমুক্ত থাকলেও পরে ফের দোকানপাট বসে যায়। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি ও টেকসই পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

গাজীপুর জেলা পুলিশের ওসি জানিয়েছেন, ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হবে। 

পথচারীরা জেলা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফুটপাত দখলমুক্ত হওয়ায় পথচারীদের চলাচলে স্বস্তি ফিরেছে। তবে এই অবৈধ দখল যেন আবার ফিরে না আসে সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপের প্রয়োজন বলে তারা মনে করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯