• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১০:০৮:১২ (13-Oct-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে আশ্বিন ১৪৩১ রাত ১০:০৮:১২ (13-Oct-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় রাঙ্গাবালীতে প্রস্তুতি সভা

১১ মে ২০২৩ সন্ধ্যা ০৬:১৫:৪১

ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় রাঙ্গাবালীতে প্রস্তুতি সভা

রাঙ্গাবালী (পটুয়াখালী)  প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘মোখ’ মোকাবেলায় পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলায় একটি কন্ট্রোল রুম খোলার মাধ্যমে সচেতনতামুলক মাইকিং করাসহ সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থলে অবস্থানের জন্য বলা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাঙ্গাবালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ জহির উদ্দিন আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ বাইজিদ ইসলাম, উপজেলা সিপিপির টিম লিডার জাহাঙ্গীর হোসেন, ছোট বাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ কামাল পাশা প্রমূখ।

প্রস্তুতির বিষয় মুঠোফোনে জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আল হেলাল বলেন, আমরা ইতোমধ্যে একটি মিটিং করেছি এবং সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখার জন্য বলছি। যদি সতর্ক সংকেত বাড়ে, সেক্ষেত্রে আমরা মাঠে নামবো, মাইকিং করে সচেতনতা বাড়াবো এবং আশ্রয় কেন্দ্রে যেতে বলবো।

এসময় তিনি আরও বলেন, যেহেতু চরআন্ডা খুবই ঝুঁকিপূর্ণ, সেহেতু আমরা ওখানকার জনপ্রতিনিধিদের সাথে কথা বলবো। এদের ব্যাপারে আমাদের বিশেষ নজর থাকবে। প্রয়োজন হলে একজন কর্মকর্তাকে ফোকাল পার্সন হিসেবে ট্যাগ (যুক্ত) করে রাখবো। এখন তো আশ্রয় কেন্দ্রে তৈরি করতে পারবো না। আবহাওয়ার বিশেষ পরিবর্তন হলে আমরা ওখান কিছু লোকজন উদ্ধার করে নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করতে পারি।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, ইতোমধ্যে সাড়ে ১৪ শ’ মিটার বেড়িবাঁধ নির্মাণকাজ চলছে। তবে চরআন্ডার ৪ কিলোমিটার বেড়িবাঁধ এখনও বিধ্বস্ত রয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



মেহেরপুরে গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৭:৫০




ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৬৬০
১৩ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:১১:০৬