• ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:০৩:৩১ (06-Dec-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২২শে অগ্রহায়ণ ১৪৩১ দুপুর ০২:০৩:৩১ (06-Dec-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

কৃষিসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের মাঠে গিয়ে দায়িত্বপালন করতে হবে

২৮ নভেম্বর ২০২৪ সকাল ১০:২১:০৫

কৃষিসেবা নিশ্চিত করতে কর্মকর্তাদের মাঠে গিয়ে দায়িত্বপালন করতে হবে

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কৃষকদের নিয়ে মাঠ দিবস পালন করেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২৭ নভেম্বর বুধবার দুপুরে যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এ সময় দেড় শতাধিক কৃষকের উপস্থিতিতে, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত রোপা আমন নিয়ে আলোচনা করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা জেলার উপ-পরিচালক সাফায়েত আহম্মদ সিদ্দিকী। বক্তব্যে কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, পতিত জমি ফেলে রাখবেন না। চাষাবাদের আওতায় এনে ওই জমি তিন ফসলী হিসেবে গড়ে তুলবেন৷ সরিষা, বোরো ও রোপা আমন ধান চাষাবাদ করবেন৷ জমিতে চাষাবাদের জন্য বীজ, সার বিনামূল্যে দিচ্ছে সরকার।

কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিডি বলেন, ব্লক পর্যায়ে কর্মকর্তারা কৃষকদের পাশে থেকে কৃষিসেবা প্রদান করতে হবে৷ পতিত জমি কীভাবে চাষযোগ্য করা যায় সেসব বিষয়ে মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ দিতে হবে৷

উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকা জেলার প্রশিক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান ও অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) নাজিয়াত আহমেদ।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবদাস বিশ্বাস, অমিত অন্তুসহ উপস্থিত বেশ কয়েকজন কৃষক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪, আহত ২০
৬ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:১৬:৩৬